শিরোপার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

শিরোপার লড়াইয়ে টসে হেরে ব্যাটিংয়ে ভারত

আহমেদাবাদে বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক প্যাট কামিন্স।

ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরতে অজিদের বিপক্ষে মাঠে নামল রোহিত শর্মার দল। এবারের আসরের পারফরম্যান্স বিবেচনায় শুরু থেকেই শিরোপার দাবিদার ছিল এই দুই পরাশক্তি।

নিজেদের তৃতীয় শিরোপা আদায় করে নিতে সর্বোচ্চ শক্তি নিয়েই মাঠে নেমেছে ভারত। অপরদিকে নিজেদের ষষ্ঠ ট্রফিটি তুলে নিতে স্বাগতিকদের বিন্দুমাত্র ছাড় দিবে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে দু'দল।

ভারত একাদশ: শুভমান গিল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া একাদশ: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, জশ ইংলিস (উইকেটকিপার), মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।

সম্পর্কিত খবর