কেন চলে গেলেন ইয়াশা, জানাল চট্টগ্রাম

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০১ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ গতকাল দ্বিতীয় কোয়ালিফায়ারে রূদ্ধশ্বাস ম্যাচে শেষ বলের নাটকীয়তায় খুলনা টাইগার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে চিটাগং কিংস। আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলে আসা চিটাগং ছিল দর্শক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

আর সেই আলোচনা কয়েকগুন বাড়িয়ে ‍দিয়েছেন দলটির হোস্ট কানাডিয়ান মডেল-অভিনেত্রী ও প্রেজেন্টার ইয়াশা সাগর। আকর্ষণীয় লুক ও মায়াবি চাহনি-হাসিতে অল্প দিনেই হয়ে উঠেছিলেন পরিচিত মুখ।

 স্টেডিয়ামে খেলা দেখতে আসা ভক্তদের মাঝেও ইয়াশাকে নিয়ে উন্মাদনার কমতি ছিল না। তবে গত কয়েক দিন ধরেই ইয়াশাকে স্টেডিয়াম কিংবা সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছেনা। কারণ তিনি টুর্নামেন্ট শেষের আগেই বাংলাদেশ ছেড়েছেন।

ইয়াশার চলে যাওয়ার কারণ নিয়ে ভক্ত-সমর্থকের মাঝে তৈরী হয়েছিল কৌতুহল। পরে জানা যায়,মালিক পক্ষের সঙ্গে পারিশ্রমিক নিয়ে কিছুটা ঝামেলা চলছিল ইয়াশার। মালিক পক্ষ উকিল নোটিশও দিয়েছিল। এরপরই চলে যান ইয়াশা।  

তার চলে যাওয়ার কারণ জানতে চাইলে চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী বলেন,'আমার সঙ্গে কথা হয়েছিল শেষ সপ্তাহে বাকি পেমেন্টগুলো দেব। এখানে পেমেন্টের কোনো বিষয় না। তাকে স্পন্সরদের কাজ দিলে কাজ রিজেক্ট করে। কোনো কাজের জন্য অতিরিক্ত পেমেন্ট দাবি করে।’

তিনি আরও যোগ করেন,'আমি তো কন্টাক্ট সাইন করেছি। যখন না করতেছে তখন আমি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। পরে চলে গেছে। কন্টাক্টে লেখা শেষ সপ্তাহে টাকা দেওয়ার কথা। পরে তাহলে চলে গেল কেন?'

প্রসঙ্গত,ইয়াশা অভিনয় আর মডেলিংয়ের পাশাপাশি ক্রিকেট প্রেজেন্টার হিসেবেও বিভিন্ন দেশে কাজ করে থাকেন। এবারই প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে অফিসিয়াল হোস্ট হিসেবে এসেছিলেন তিনি।

খেলার দুনিয়া | ফলো করুন :