চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হঠাৎ অবসরের ঘোষণা স্টয়নিসের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৩৭ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আসরকে সামনে রেখে ঘোষণা করা অস্ট্রেলিয়ার প্রাথমিক দলের অনেকেই ইনজুরিতে খেলতে পারবেন কিনা তা নিয়ে তৈরী হয়েছে সংশয়।

এরই মাঝে অস্ট্রেলিয়াকে আরও বড় ধাক্কা দিলেন দলটির তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। ওয়ানডে ক্রিকেট থেকে হঠাৎ করেই অবসরের ঘোষণা ‍দিয়েছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার।

গত ১৩ জানুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। সে দলে ছিলেন স্টয়নিসও। কিন্তু আজ সকালে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, টি-টোয়েন্টিতে মনোযোগ দিতে ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্টয়নিস।

অবসরের ঘোষণায় স্টয়নিস বলেন,‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা আমার জন্য একটি অবিশ্বাস্য যাত্রা এবং এই যাত্রার প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ থাকবো। অবসরের সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। কিন্তু আমার মনে হয়েছে ওয়ানডে থেকে সরে এসে ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ে পুরোপুরি মনোযোগী হওয়ার এটাই সঠিক সময়।’

২০১৫ সালে অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানেডেতে অভিষেক হয়ে স্টয়নিসের। অস্ট্রেলিয়ার জার্সিতে ৭১ ওয়ানডে ম্যাচে ১৪৯৫ রান ও ৪৮ উইকেট নিয়েছেন তিনি। নামের পাশে আছে ৬ টি অর্ধশতক ও একটি শতক।

স্টয়নিসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রো ম্যাকডোনাল্ডও। ‍তিনি বলেন, ‘স্টয়নিস এক দশক ধরে আমাদের ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ অংশ। ওয়ানডে ক্যারিয়ার এবং তার সব অর্জনের জন্য তাকে অভিনন্দন জানানো উচিত।’

স্টয়নিসের অবসরে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কে আসবেন তা নিয়ে জল্পনাকল্পনা করতে হবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডকে। তবে ধারণা করা হচ্ছে স্টয়নিসের জায়গায় প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেতে পারেন ২২ বছর বয়সী মিচেল ওয়েন।

১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে।

খেলার দুনিয়া | ফলো করুন :