সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, শান্ত ফর্মে ফিরবেন কবে?
আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এত বড় একটা টুর্নামেন্টে বাংলাদেশকে যিনি নেতৃত্ব দেবেন তার জায়গা হচ্ছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ফরচুন বরিশালের হয়ে চিটাগংয়ের বিপক্ষে ফাইনালেও শান্তর জায়গা না পাওয়ার সম্ভাবনার কথা বলেছেন দলটির কোচ মিজানুর রহমান বাবুল।
বিপিএলের এবারের আসরে বরিশালের ১৩ ম্যাচের মাঝে শান্ত সুযোগ পেয়েছেন মাত্র ৫ ম্যাচ। ১৬ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে শান্ত খেলেছেন শেষ ম্যাচ। ৫ ম্যাচে ১১ গড়ে তার রান মাত্র ৫৬। রংপুর রাইডার্সের বিপক্ষে ৪১ রানের ইনিংস বাদ দিলে বাকি ৪ ম্যাচে শান্ত করেছেন মাত্র ১৫ রান।
ফাইনালে শান্তর সুযোগ পাওয়া নিয়ে কোচ বাবুল বলেন, 'একটা দল কখনও ই উইনিং কম্বিনেশন ভাঙতে চায় না। একাদশে পরিবর্তন আনলে ম্যাচ হারার সম্ভাবনা থাকে।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দিতে যাওয়া শান্তর এমন বাজে ফর্ম বাংলাদেশ দলকে ভোগাবে কিনা এমন প্রশ্নের জবাবে বাবুল বলেন, 'দুইটা দুই ধরণের ফরম্যাট। একটা ২০ ওভারের,অন্যটা ৫০ ওভারের। শান্তর মত খেলোয়াড় যেকোনো সময় ঘুরে দাড়াতে পারে। আমি আশা করছি, চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি, সে ব্যাট হাতেও বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দেবে।’
এর আগে বরিশাল অধিনায়ক তামিম ইকবালও শান্তকে দলে না রাখতে পারা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তামিম বলেন, 'এটা দুর্ভাগ্যজনক যে শান্ত যতটা সুযোগ পাওয়ার যোগ্য আমরা তাকে তা দিতে পারছিনা। দলের কম্বিনেশন ঠিক রাখতে শান্তকে সুযোগ দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
তবে ফাইনালে সুযোগ হোক কিংবা না হোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্ত অবশ্যই চাইবেন জ্বলে উঠতে। তবে, চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বিপিএলে শান্তর এমন পারফরম্যান্স জাতীয় দলের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার।