ফর্ম এবং ফোন, দুটোই খুঁজছেন বাবর
পাকিস্তান ক্রিকেটে তো বটেই, বিশ্ব ক্রিকেটে বাবর আজমের শুরুটা হয়েছিল সেরা হওয়ার আভাস দিয়েই। ফ্যাব-ফোর খ্যাত চার সিনিয়রের সঙ্গে তার নামটাও ঢুকে যাওয়ার আভাস দিচ্ছিলেন। তবে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন এ ব্যাটার। তাই শুনতে হচ্ছে সমালোচনাও।
সম্প্রতি ফোন হারিয়েছেন বাবর। তবে ভক্তরা বিষয়টি নিয়ে ভিন্নভাবে খোঁচা দিতে ভুল করছেন না বাবরকে। ফোন হারানোর খবর শুনে ভক্তরা বলছেন, ‘ফোন নয়, আপনি ফর্ম হারিয়েছেন!’
ঘটনার শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফোন হারানোর বিষয়টা প্রকাশ করার পর থেকে। তবে সমাবেদনার বদলে বাবরের কপালে জুটছে সমালোচনা। মন্তব্যের ঘরে হাস্যরসে মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ আবার বাবরের অফ ফর্মকে টেনে আনছেন।
২০২৪ সালে নিজের ফর্ম হারিয়ে খুঁজছেন বাবর। ফর্ম এতটাই খারাপ যাচ্ছে যে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের মাঝপথে তাকে বাদ দেওয়া হয়েছিল। গত বছর ৫ টেস্টে ১০ ইনিংসে ২০.২০ গড়ে বাবর রান করেছেন মাত্র ২০২।
লাল বলে বছরটা বাজে কাটালেও সাদা বলে ছিলেন চিরচেনা ছন্দেই। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও তিনি জায়গা পেয়েছেন।
আগামী ১৯ ফেব্রুয়ারি বাবরের ঘরের মাঠে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। যেখানে বাবরের থেকে অবশ্যই ভালো পারফরম্যান্স প্রত্যাশা করবেন পাকিস্তানের সমর্থকেরা। আসরের প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।