বিপিএল ফাইনালে তামিমকে বিদায় জানানোর পরিকল্পনা বিসিবির

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:৩৮ পিএম | ০৬ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের হয়ে শেষ ম্যাচটা খেলেছেন ২০২৩ সালের সেপ্টেম্বরে। এরপর তামিম ইকবালকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি। আর কখনও দেখা যাবেও না। কারণ গত ১০ জানুয়ারি তামিম আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটকে দুহাত ভরে দিয়েছেন তামিম। দেশের ওপেনিংয়ে তামিমের বিকল্প নিয়ে এখনও ভাবতে হয় বোর্ডকে। আপাতত ঘরের মাঠে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট নেই। তাই কাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ফাইনালে তামিমকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল সন্ধ্যায় মিরপুরে বিপিএল ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে তার হাতে বিদায়ী স্মারক তুলে দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তামিম। খেলতে চান আগামী বিপিএল আসরেও।

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তামিমের। তিন সংস্করণ মিলে তামিম আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৮৭ ম্যাচ ও ৪৪৮ ইনিংসে ১৫১৯২ রান করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ৯৪ ফিফটি ও ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি।

বিপিএলে কাল ফাইনালে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটাগং কিংসের্। কাল জিতলে টানা দ্বিতীয় বার শিরোপা জিতবে তামিমের দল বরিশাল।

খেলার দুনিয়া | ফলো করুন :