ফাইনালে আলিসকে পাচ্ছে না কিংস

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:২০ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

কপালটাই খারাপ খুলনা টাইগার্সকে হারানোর নায়ক চিটাগং কিংসের আলিস আল ইসলামের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সেমিতে ক্যামিও ইনিংস খেলে দলকে ফাইনালে তুললেও শেষ পর্যন্ত ফাইনাল থেকে ছিটকে গেছেন আলিস। জানা গেছে খুলনার বিপক্ষের ম্যাচে পাওয়া চোটের প্রভাব দীর্ঘমেয়াদী হওয়ায় মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তার। যদিও ম্যাচের শেষ পর্যন্ত আলিসকে পেতে অপেক্ষায় থাকার কথা জানিয়েছে কিংস।

আলিসকে নিয়ে আজ শুক্রবার গণমাধ্যমকে চিটাগাং ম্যানেজমেন্ট জানিয়েছে, শেষ বিকেল পর্যন্ত আলিসের জন্য অপেক্ষা করবে দল। টাইগার স্পিনারকে নিয়ে কাজ করছে দলটির মেডিকেল বিভাগ। টিম ম্যানেজমেন্ট চায়, আলিস খেলুক। তবে ঝুঁকি নিয়ে খেলাবে না তারা।

খুলনার বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে রান নিতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিলেন এই স্পিনার। জানা গেছে যেই ব্যথায় এখনো ভুগছেন আলিস। সর্বশেষ খবর, এখনো খেলার মতো ফিট নন তিনি।

খুলনার বিপক্ষে শেষ ওভারে ১৫ রানের শ্বাসরুদ্ধকর ম্যাচে ইনজুরিকে পাশে ফেলে ৭ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেন আলিস। তাতে ফাইনাল নিশ্চিত করে বন্দরনগরী চিটাগাং কিংস।

আজ সন্ধ্যায় ৬টায় বিপিএলের ফাইনালে ফরচুন বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস!

খেলার দুনিয়া | ফলো করুন :