যে কারণে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

যে কারণে টস জিতে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

আহমেদাবাদে টসে জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। তার এই সিদ্ধান্তে বেশ অবাকই হয়েছে বেশিরভাগ সমর্থক এবং বিশ্লেষকেরা। 

ফাইনাল ম্যাচে যে দল টস জিতবে তারাই শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেবে, এমনটাই ধারণা করেছিল সবাই। কারণ ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলেরই রয়েছে বিধ্বংসী ব্যাটিং লাইনআপ। শুরুতে ব্যাটিং করে তাই বিপক্ষের জন্য পাহাড়সম লক্ষ্য তৈরি করার বড় সুযোগ ছিল উভয়ের হাতেই। সেমির দুই ম্যাচেও টস জেতা অধিনায়ক শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্তই নিয়েছিলেন।

শুরুতে ফিল্ডিংয়ের ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণের কারণ জানালেন অজি অধিনায়ক কামিন্স, "উইকেট কিছুটা শুকনো দেখাচ্ছে এবং আমরা প্রথমে বোলিং করতে চাই। এই ভেন্যুতে রাতে বেশ শিশির থাকে। দল নিয়ে আমি সত্যিই গর্বিত। টুর্নামেন্টের শুরুটা কঠিন হলেও তারপর থেকে তারা কোনো ভুল করেনি।"

রোহিত শর্মা টসে জিতলে তিনি শুরুতে ব্যাটিং নিতেন বলেই জানিয়েছেন। কারণ বড় ম্যাচে তার দল বড় সংগ্রহের উদ্দেশ্যে এগোতে চাইবে। তাই প্যাট কামিন্সের সিদ্ধান্তে আজকের ম্যাচটি অসাধারণ হতে চলেছে বললেন রোহিত। 

আগের ম্যাচে শুরুতে বোলিং করে প্রোটিয়াদের বেশ চাপেই রেখেছিল অজি বোলাররা। স্বাগতিকদের ঝোড়ো শুরুর পাল্টা আক্রমণ হিসেবে শুরুতেই টপ অর্ডারের বেশিরভাগ ব্যাটারদের সাজঘরে ফেরাতে চাইবেন স্টার্ক-হ্যাজালউডরা। 

সম্পর্কিত খবর