নির্বাচক থেকে পদত্যাগের পরই প্রধান কোচ হান্নান

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:০১ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক থেকে কিছুদিন আগেই পদত্যাগ করেছেন হান্নান সরকার। কারণ হিসেবে জানিয়েছিলেন কোচিংয়ে মনোযোগ ‍দিতে চান। যেমন কথা ঠিক তেমন কাজ। হান্নান যোগ ‍দিয়েছেন কোচিং পেশায়।

ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন হান্নান। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি ) বিষয়টি নিশ্চিত করেন হান্নান নিজেই।

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়েই নিজের কোচিং ক্যারিয়ার শুরু করবেন হান্নান। আবাহনীর মত বড় ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

এর আগে নির্বাচক পদ থেকে অব্যাহতি নেওয়ার সময় হান্নান বলেছিলেন,‘আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন ৪২ বছর বয়সী বাংলাদেশ দলের সাবেক এই ওপেনার।

২০০২ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর বাংলাদেশের হয়ে ১৭ টেস্ট ও ২০ টি ওয়ানডে খেলেছেন হান্নান। টেস্টে ২০ গড়ে রান করেছেন ৬৬২ এবং ওয়ানডেতে ১৯.১৫ গড়ে ৩৮৩ রান করেছেন তিনি।

খেলার দুনিয়া | ফলো করুন :