চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানকেই এগিয়ে রাখছেন শোয়েব
দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ১৯ ফেব্রুয়ারি পর্দা উঠবে ৮ দলের এ টু্র্নামেন্টের। এর মাঝেই কোন দল চ্যাম্পিয়ন হবে তা নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের আলোচনা শুরু হয়ে গেছে। সে দলে আছেন সাবেক পাকিস্তানি পেস বোলার শোয়েব আখতারও।
সাধারণত আইসিসি টুর্নামেন্টের গ্রুপ পর্বে একই গ্রুপে রাখা হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত ও পাকিস্তানকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে তারা। তবে এ ম্যাচে পাকিস্তানের জয় দেখছেন শোয়েব। ভারত-পাকিস্তানকে ফাইনালেও খেলা উচিত বলে জানিয়েছেন তিনি। এছাড়া সেমিফাইনালে আফগানিস্তানকে দেখছেন সাবেক এই পেসার।
ভারত ও পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। শোয়েবের মতে এই গ্রুপ থেকে ভারত ও পাকিস্তান সেমফাইনালে খেলবে। শোয়েব বলেন, ‘আমার মনে হয় ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান হারিয়ে দেবে ভারতকে। ভারত এবং পাকিস্তানের ফাইনালে দেখা হওয়া উচিত। যদি ভারত এবং নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দেয়, তাহলে প্রতিযোগিতা অর্ধেক জেতা হয়ে যাবে পাকিস্তানের।’
২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেবার ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল পাকিস্তান।
অন্য গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। এই গ্রুপ থেকে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা দেখছেন শোয়েব। তিনি বলেন, ‘আফগানিস্তানের ব্যাটারা ভালো করতে পারলে ওদের জেতার সুযোগ রয়েছে।’ শোয়েবের মতে,পাকিস্তানে খেলা হওয়ায় আফগানিস্তান বাড়তি সুবিধা পাবে।