তামিম কি পারবেন মাশরাফি ও ইমরুলের রেকর্ডে ভাগ বসাতে?
অবশেষে ৪০ দিনের মাথায় আজ পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ( বিপিএল) ১১ তম আসরের। তবে তার আগে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। মাঠের দুর্দান্ত খেলা ও মাঠের বাইরের সমালোচনা সবকিছুকে ছাপিয়ে এবারের বিপিএল গড়েছে অনেক রেকর্ডও। ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবালও দাঁড়িয়ে আছেন এক রেকর্ডের সামনে।
গত আসরের চ্যাম্পিয়ন তামিমের দল বরিশাল। এ নিয়ে টানা দুই আসরে ফাইনালে জায়গা করে নিলো তারা। তামিমের সামনে সুযোগ রয়েছে তৃতীয় অধিনায়ক হিসেবে টানা দুই আসর ট্রফি জয়েরও। এর আগে বিপিএলে কমপক্ষে টানা দুইবার শিরোপা জয়ের রেকর্ডটি মাশরাফি বিন মুর্তজা ও ইমরুল কায়েসের দখলে।
মাশরাফি ও ইমরুল অবশ্য তামিমের থেকে একটু এগিয়ে আছেন। মাশরাফি সবমিলিয়ে বিপিএল জিতেছেন চারবার। এর মাঝে বিপিএলের প্রথম তিন আসরেই চ্যাম্পিয়ন হয় মাশরাফির দল। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ইমরুলও তিনবার চ্যাম্পিয়ন হয়েছেন।
তামিম অধিনায়ক হিসেবে বিপিএল জয়ের স্বাদ পেয়েছেন গত আসরেই। তামিমের হাত ধরে ২০২৪ বিপিএলের শিরোপা ঘরে তোলে বরিশাল। এবার আর একবার তামিমের সামনে সুযোগ রয়েছে শিরোপা উঁচিয়ে ধরার। সেটা করতে পারলেই তৃতীয় অধিনায়ক হিসেবে টানা শিরোপা জয়ের রেকর্ড গড়বেন বরিশাল অধিনায়ক।
এ তিন জনের বাইরে অধিনায়ক হিসেবে একবার করে শিরোপা জিতেছেন সাকিব আল হাসান ও আন্দ্রে রাসেল।