চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং গাইলেন আতিফ আসলাম
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট ফিরছে পাকিস্তানে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হতে যাওয়া এ টুর্নামেন্টের বাকি আছে মাত্র ১২ দিন। এত বছর পর এত বড় একটা টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ–উন্মাদনার কমতি নেই।
আর এই উন্মাদনাকে বাড়িয়ে দিতে আইসিসি আর প্রকাশ করেছে টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং। গানের শিরোনাম ‘জিতো বাজি খেল কে’। যাতে কণ্ঠ দিয়েছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম।
আইসিসি আজ দুপুরে তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের পেজগুলোতে থিম সংয়ের ভিডিও পোস্ট করে লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ! চ্যাম্পিয়নস ট্রফির অফিশিয়াল সং “জিতো বাজি খেল কে”। গেয়েছেন সুরের ওস্তাদ আতিফ আসলাম। তার সঙ্গে আপনারও গান।’
১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে পাকিস্তানের সমৃদ্ধ সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়েছে। গানটির প্রযোজক আবদুল্লাহ সিদ্দিকী, গীতিকার আদনান ঢুল ও আসফান্দিয়ার আসাদ।
‘হাইব্রিড মডেলের’ চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে।