বিপিএল ফাইনালে ‍দুই ওপেনারের রেকর্ড

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:৫৫ পিএম | ০৭ ফেব্রুয়ারি, ২০২৫

ম্যাচ জিতলেই প্রথমবারের মত শিরোপা ঘরে তুলবে চিটাগং কিংস। এমন সুযোগকে সামনে রেখে প্রথম ইনিংসটা নিজেদের করে নিতে ভুল করেননি চিটাগংয়ের দুই ওপেনার। বিপিএল ফাইনালে প্রথমবারের মত একই দলের দুই ওপেনার অর্ধ-শতকের দেখা পেয়েছেন এদিন।

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও খাজা নাফের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৩ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে মোহাম্মদ মিঠুনের দল।

এদিন চিটাগংকে দারুণ শুরু এনে দেয় ইমন ও নাফে জুটি। বিপিএল ফাইনালে প্রথমবারের মত একই দলের দুই ওপেনার অর্ধ-শতক করেছেন। ইনিংসের শুরু থেকেই বরিশাল বোলারদের রীতিমত শাসন করেছেন এ দুই ব্যাটার। কোনো উইকেট না হারিয়ে পাওয়ারপ্লেতে ৫৭ রান তোলে চিটাগং। ইমন ৩০ বলে তুলে নেন অর্ধ-শতক। দলীয় ১২১ রানের মাথায় ইবাদত হোসেনের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাফে। তার ব্যাট থেকে আসে ৪৪ বলে ৬৬ রান।

তবে নাফের ফিরে যাওয়াতে রানের চাকা থামতে দেননি ইমন ও গ্রাহাম ক্লার্ক। রান আউটে কাটা পরার আগে ক্লার্কের ব্যাট থেকে আসে ২৩ বলে ৪৪ রান। ইমন অপরাজিত থাকেন ৪৯ বলে ৭৮ রানে।

তবে চিটাগংয়ের রান আরও বেশি হতে পারতো। তবে ব্যাটারদের বেধে রেখেছেন মোহাম্মদ আলি। ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই পেস বোলার।

খেলার দুনিয়া | ফলো করুন :