ট্রফি নিয়ে বরিশালে কবে যাবেন তামিমরা?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:২৮ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

কাগজে কলমে সেরা দলের তকমা নিয়েই আসর শুরু করেছিল ফরচুন বরিশাল। দেশি খেলোয়াড়দের পাশাপাশি বিশ্বসেরা বিদেশি খেলোয়াড়দের নিয়ে সাজানো দলটাই চ্যাম্পিয়ন হলো অবশেষে। এ নিয়ে টানা দুই আসর জিতে ট্রফি ধরে রাখলো বরিশাল।

কথা ছিল গত আসরে জয়ের পর ট্রফি নিয়ে বরিশালে যাবে দল। তবে গত আসর যাওয়া হয়নি। তাই ভক্ত-সমর্থকদের খুশি রাখতে এবার আগেভাগেই বরিশাল অধিনায়ক তামিম ঘোষণা দিয়ে রেখেছিলেন জিততে পারলে ট্রফি নিয়ে যাবেন বরিশালে।

গতকাল ফাইনালে চিটাগং কিংসকে হারানোর পর আবারও ট্রফি নিয়ে বরিশাল যাওয়ার ঘোষণা দিয়েছেন তামিম। তবে এবার আর কোনো অনিশ্চিয়তা রাখেননি তামিম। ট্রফি-ট্যুরের দিন তারিখও জানিয়ে দিয়েছেন বরিশালের অধিনায়ক। আগামীকাল (রোববার) ট্রফি নিয়ে নিজেদের শহরে যাবে ফরচুন বরিশাল।

ম্যাচ পরবর্তী পুরস্কার প্রদানে অনুষ্ঠানে ট্রফি নিয়ে বরিশালে যাওয়া প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা গতবার জেতার পর বরিশাল যেতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে (রোববার) ট্রফি নিয়ে সেখানে যাব। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য।’

এ সময় বরিশাল দলের মালিক মিজানুর রহমানকে প্রশংসায় ভাসান তামিম। তামিম বলেন ‘আমি মালিককে ধন্যবাদ দেবো। উনি দুর্দান্ত ছিলেন, আমি যা করতে চেয়েছি তিনি তা করতে দিয়েছেন। কে খেলবে, কে খেলবে না তা নিয়ে হস্তক্ষেপ করেননি। আমাকে স্বাধীনতা দিয়েছেন, যেটা আমি চেয়েছি। হারলেও কিছু বলেননি।’

প্রসঙ্গত বিপিএলের একাদশ আসরের ফাইনালে গতকাল মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে চিটাগাং কিংস। ১৯.৩ ওভারে ৩ উইকেট হাতে রেখেই সেই লক্ষ্য পেরিয়েছে বরিশাল। যা বিপিএল ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ রানতাড়ায় জয়ের রেকর্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :