বিপিএলের মান উন্নয়নে বিসিবির নতুন পরিকল্পনা
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে মাঠের খেলা জমজমাট হলেও মাঠের বাইরে সমালোচনার শেষ ছিল না। আয়োজক থেকে শুরু করে ফ্যাঞ্চাইজিগুলো নিয়ে সমালোচনার কমতি ছিল না।
তবে সবথেকে লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে দুর্বার রাজশাহী। বিদেশি খেলোয়াড়দের বেতন নিয়ে পুরো আসর জুড়েই দলটিকে নিয়ে হয়েছে সমালোচনা। আসরের মাঝে বিদেশী খেলোয়াড়দের ম্যাচ বয়কটের মত ঘটনাও ঘটেছে। যা বহির্বিশ্বে বাংলাদেশকে ছোট করেছে, বিপিএলের মান নিয়েও প্রশ্ন তুলেছে বিদেশি বিভিন্ন গণমাধ্যম। তাই এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী আসরের বিপিএলকে ঘিরে বিসিবির পরিকল্পনা-
১. এখন থেকে বিপিএলের ড্রাফ্ট থেকে স্বাক্ষরিত সকল বিদেশি খেলোয়াড়ের চুক্তি ও ম্যাচ ফি’এর দায়িত্ব নেমে বিসিবি। ম্যাচ ফি যেন সময়মত ও স্বচ্ছতার সঙ্গে দেওয়া হয় তা নিশ্চিত করবে বোর্ড।
২.লজিস্টিক সাপোর্ট: এর পর থেকে একটা দলের সকল লজিস্টিক কার্যকলাপ বিসিবি তত্ত্বাবধান করবে। বিদেশি খেলোয়াড়রা যাতে করে চুক্তি শেষে তাদের নিজ দেশে কোনো ঝামেলা ছাড়া যেতে পারেন তা নিশ্চিত করবে বিসিবি।
৩. ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে কঠোর আর্থিক প্রোটোকল: ফ্রাঞ্চাইজিগুলোর কঠোর আর্থিক প্রোটোকল নিশ্চিত করতে, খেলোয়াড়দের স্বার্থ রক্ষা ও অর্থপ্রদানের প্রক্রিয়াকে সুগম করতে দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতা করবে।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন,‘এই পদক্ষেপগুলো বিপিএলের অখন্ডতা বজায় রাখতে এবং দেশীয় ও আন্তর্জাতিক উভয় খেলোয়াড়দের সঙ্গে পেশাগত সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। লিগের অপারেশনাল ও আর্থিক দিকগুলোকে শক্তিশালী করতে বিসিবি সমস্ত স্টেকহোল্ডারের সঙ্গে জড়িত থাকবে।’