নিশামকে একাদশে না রাখার কারণ জানালেন তামিম

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:০৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিশ্ব ক্রিকেটে পরিচিত মুখ কিউই অলরাউন্ডার জিমি নিশাম। টি-টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগের কথা বিবেচনা করলে নিশাম বিশ্বের যে কোনো দলেই একাদশে থাকার যোগ্যতা রাখেন। তবে নিশামের জায়গা হয়নি ফাইনালে ফরচুন বরিশাল একাদশে।

এর আগে কেবলমাত্র ফাইনাল খেলার জন্য তাকে উড়িয়ে নিয়ে আসা হয়েছিল বরিশাল শিবিরে। ধারণা করা হচ্ছিল মোহম্মদ নবীর জায়গায় খেলতে নামবেন নিশাম। তবে ধারণাকে ভুল প্রমাণিত করে নিশামকে ছাড়াই ফাইনালের একাদশ ঘোষণা করে বরিশাল।

তার মত একজন খেলোয়াড়ের একাদশে জায়গা হয়নি এটা অবশ্যই নিশামকে হতাশ করেছে। যদি না ই খেলানো হয় তাহলে কেবলমাত্র একম্যাচের জন্য তাকে উড়িয়ে এতদূর থেকে উড়িয়েই বা আনা হলো কেন! তবে নিশাম যে একাদশে থাকছেন না তাকে আগের রাতেই জানিয়ে দিয়েছিলেন বরিশাল অধিনায়ক তামিম।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই তামিমকে মুখোমুখো হতে হয়েছে এ প্রশ্নের। নিশামকে না খেলানো নিয়ে তামিম বলেন, ‘নিশাম যেকোনো দলে খেলা ডিজার্ভ করে। বিশেষত বিপিএলে যেকোনো দলে খেলতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে খেলোয়াড়রা সাত–আটটা ম্যাচ ধরে খেলছে, উইকেট ও প্রতিপক্ষকে বুঝতে পারে; কারণ, চিটাগংয়ের সঙ্গে আমাদের খুব কম সময়ে তিনটা খেলা হয়েছে, সঙ্গে উইনিং কম্বিনেশন। আমি আমার মাথায় খুব পরিষ্কার ছিলাম যে এই একাদশ বদলাব না।’

তবে নিশামকে না নেওয়াতে সমালোচনা হতে পারতো অধিনায়ক তামিমকে নিয়ে। সেটা হয়নি কারণ বরিশাল ম্যাচটি জিতেছে এবং টানা দ্বিতীয়বারের মত তামিমের হাত ধরে শিরোপা ঘরে তুলেছে বরিশাল।

খেলার দুনিয়া | ফলো করুন :