প্রত্যেক খেলোয়াড়কে আইফোন দিল বরিশাল
ফরচুন বরিশাল ইতিহাস গড়ল! তৃতীয় দল হিসেবে টানা দুই আসরের ফাইনাল নিজেদের করে নিয়ে শিরোপা লঞ্চে তুলল দলটি। টানা শিরোপা নিজেদের করতে পারায় বেশ ফুরফুরে মেজাজে আছেন ফরচুন বরিশালের মালিকপক্ষ। তাতে এবার দলের প্রত্যেক খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সকল সদস্যদের জন্য আইফোন উপহার দিয়েছে দলটি।
ফাইনালে গতকাল শুক্রবার চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে বিপিএলের শিরোপা জয়ের পর চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টে থাকা সবাইকে আইফোন ১৬ উপহার দিয়েছে ফরচুন বরিশাল। খেলোয়াড়দের এই উপহার দেওয়ার খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। তিনি জানান, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টের সবার হাতেই এরইমাঝে আইফোনের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬ পৌঁছে দেয়া হয়েছে।’
অবশ্য বিপিএলে ফাইনাল জয়ী দল হিসেবে বেশ বড় অঙ্কের প্রাইজমানি পেয়েছে বরিশাল। চ্যাম্পিয়ন দল হিসেবে আড়াই কোটি টাকা প্রাইজমানি পেয়েছে দলটি। অন্যদিকে রানারআপ হওয়া চিটাগাং কিংস পেয়েছে দেড় কোটি টাকার প্রাইজমানি।