চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের দল নিয়ে ধোঁয়াশা
চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে চূড়ান্ত দল ঘোষণার জন্য সময় আছে মাত্র ৪ দিন। ১২ ফেব্রুয়ারি সব দলের ঘোষণা করতে হবে চূড়ান্ত দল। এর আগেই পাকিস্তানের প্রাথমিক দল নিয়ে দোটানায় পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
কিছুদিন আগেই আসরকে সামনে রেখে দল ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকেরা। তবে সে দল নিয়ে পাকিস্তানের সাবেক খেলোয়াড়রা করেছেন সমালোচনা। সমালোচকের দলে আছেন পাকিস্তানের কিংবদন্তি খেলোয়াড় ওয়াসিম আকরাম ও সাবেক অধিনায়ক লতিফ রশিদ। এই সমালোচনা হজম করতে পারেনি পিসিবি। পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছেন স্কোয়াড এখনও পর্যালোচনা করা হচ্ছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি আর মাত্র দশদিন। এর মাঝে দল নিয়ে এমন সমালোচনার পাল্টা জবাবও দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। তার মতে সেরা দলই তৈরি করা হয়েছে।
তবে সমালোচনা শুরু হওয়ার কারণও অবশ্য আছে। ২০২৩ সালের পর পাকিস্তানের জার্সিতে খেলতে না নামা খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে রাখা হয়েছে প্রাথমিক দলে। এই দুজন পাকিস্তানের ওয়ানডে দলে ফেরার মতো নন বলে মনে করেন অনেকে।
শুক্রবার লাহোরে এক অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান জানান, ‘চ্যাম্পিয়নস ট্রফির দলে পরিবর্তন আনা হবে কি হবে না, এটি পর্যালোচনা করছে নির্বাচক কমিটি। তাদের সেই অধিকার আছে। খুশদিল শাহ ও ফাহিম আশরাফকে ভালো চিন্তা থেকেই দলে নেওয়া হয়েছে।’
তবে অধিনায়ক রিজওয়ান বলছেন ভিন্ন কথা। দল পরিবর্তন নিয়ে প্রশ্নের জবাবে রিজওয়ান সাংবাদিকদের বলেন, ‘দলে পরিবর্তন নিয়ে কোনো আলোচনা হয়নি। টুর্নামেন্টের জন্য সেরা দলটিই বাছাই করা হয়েছে।’
লাহোরে ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা