বিপিএলে ফ্যানবেইজ গড়ে তুলতে বিসিবিকে পরামর্শ তামিমের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ(বিপিএল) এর পথচলা শুরু হয়েছিল ২০১২ সালে। দেখতে দেখতে বিপিএল কাটিয়ে দিয়েছে তার একাদশ আসর। এত পুরনো একটা টুর্নামেন্ট হয়েও ফরচুন বরিশাল ও রংপুর রাইডার্স ছাড়া আর কোনো দল সেরকম অর্থে ফ্যানবেইজ গড়ে তুলতে পারেনি। এবার বিপিএলের দলগুলোর ফ্যানবেইজ গড়তে না পারার কারণ নিয়ে মুখ খুলেছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।
তামিম অবশ্য দুষেছেন বিপিএল নিয়মকেই। বারবার ফ্র্যাঞ্চাইজি বদলের কারণ দলগুলো কোনো ফ্যানবেইজ গড়তে পারেনা বলে জানান তামিম। যার ফলে একটা দল এক আসর খেললে তার পরের আসর খেলবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই।
তাছাড়া বিপিএলের নিয়মের জন্যও বেশি খেলোয়াড় ধরে রাখতে পারেনা দলগুলো। গত দুই আসরে নিয়ম ছিল আগের আসর থেকে সর্বোচ্চ তিনজন করে ক্রিকেটারকে ধরে রাখতে পারবে দলগুলো।গতকাল ফাইনাল শেষে তাই ক্রিকেটারদেরকে ধরে রাখার নিয়মে পরিবর্তনের দাবি জানিয়ে রাখলেন বরিশাল অধিনায়ক তামিম।
সংবাদ সম্মেলনে তামিম বলেন,‘এত কষ্ট করে একটা ফ্যানবেইজ তৈরি করেছি আমরা। প্রথম বিপিএল থেকে সবাই চায় যে, সব ফ্র্যাঞ্চাইজির একটা ফ্যানবেইজ হোক। আইপিএলে মূল ক্রিকেটাররা একই দলে থেকে যায়। ফলে তাদের একটা বড় ফ্যানবেইজ তৈরি হয়। বিপিএলেও একটা দলকে ৫/৬ জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ দেওয়া উচিত।’
শেষে তামিম যোগ করেন,‘দলগুলোর যদি ইচ্ছে হয় যে ধরে রাখবে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। শুধু মালিক বদলে যাওয়ার কারণে অন্য দলগুলো ভুগবে, এটা ঠিক নয়। তাই আমার মনে হয়, অন্তত যদি ৬ জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ যদি দেয়, তাহলে এই ধরনের ফ্যানবেজ, আপনারা যা দেখছেন, এটা আরও বড় হবে।’