ধাক্কা খেয়েও সামলে ওঠার চেষ্টায় ভারত
আহমেদাবাদে টসে হেরে ব্যাটিংয়ে নামে রোহিত শর্মার দল। রোহিতের ব্যাট গর্জে উঠলেও এদিন শুবমান গিল নিজেকে মেলে ধরতে পারেননি। ব্যক্তিগত ৪ রান ও দলীয় ৩০ রান থাকাকালীন সাজঘরে ফেরেন তিনি।
রানের চাকা সচল রেখে এগিয়ে চলেন অধিনায়ক রোহিত শর্মা। আগ্রাসী ব্যাটিংয়ে অজি বোলারদের মোকাবেলা করতে থাকেন তিনি। তবে ব্যক্তিগত ৪৭ রানে ম্যাক্সওয়েলের ওভারে কাটা পড়েন তিনি, দুর্দান্ত ক্যাচে তাকে আউট করেন ট্র্যাভিস হেড।
গত দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শ্রেয়াস আইয়ারও বিফল হন, ৪ রান করেই অজি অধিনায়ক প্যাট কামিন্সের শিকার হন তিনি। চাপে পড়ে ভারত।
তবে উইকেটের দুই প্রান্ত সামাল দিয়ে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। ২০ ওভারে ভারতের দলীয় সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে ১১৫ রান।