কামিন্সের ঘরে নতুন অতিথি

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:৫০ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স । চোটের কারনে দল থেকে ছিটকে পড়েছেন তিনি। তাতে তার বিকল্প নেতৃত্বও খুজতে হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেটকে। তবে এবার সুখবর শোনালেন কামিন্স, কন্যা সন্তানের বাবা হয়েছেন অজি দলপতি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ সদ্য ভুমিষ্ঠ কন্যা সন্তানের ছবি পোস্ট করে কামিন্সের স্ত্রী ব্যাকি লিখেন,‘ সে এসে গিয়েছে। আমাদের সুন্দরী মেয়ে এডি, এডিথ মারিয়া বস্টন ক্যামিন্স। শব্দ দিয়ে এই আনন্দের ভাষা প্রকাশ করা সম্ভব নয়।’

এর আগে ২০২১ সালে পুত্রসন্তানের বাবা হয়েছিলেন কামিন্স। তখন স্ত্রীর পাশে থাকার জন্য ক্রিকেট থেকে ছুটিও নিয়েছিলেন তিনি। স্ত্রীর গর্ভধারণের খবর জনসম্মুখে আসার পর গেল বছরের অক্টোবরে তিনি বলেছিলেন, 'ছেলের জন্মের সময় আমি অনেক দিন ছিলাম না। কিনন্তু এ বারে আমি ব্যাকির পাশে থাকতে চাই। একসঙ্গে ঠিক করব কী ভাবে সময় কাটাব।’

এদিকে চলতি মাসে শুরু হতে চ্যাাম্পিয়ন্স ট্রফির আগেই বড়সড় ধাক্কা খেয়েছে অজি শিবির। দলপতি কামিন্সের পাশাপাশি চোটের কারণে দল থেকে ছিটকে গিয়েছেন জস হেজ়লউড, মিচেল মার্শরা। আর আর্ন্তজাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় দল থেকে বাদ দিতে হচ্ছে মার্কোস স্টায়নিসের নাম। তাতে বেশ চাপের মুখে আছে অজিরা। কারণ নতুন ক্যাপ্টেন খোঁজার পাশাপাশি শেষ মুহূর্তে দলে চারটি পরিবর্তন করতে হবে তাদের।

খেলার দুনিয়া | ফলো করুন :