চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দলে নেই ব্যাটিং কোচ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৬:০৫ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

চলতি মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সব দল প্রস্তুতির তোড়জোড় শুরু করে দিলেও পিছিয়ে আছে বাংলাদেশ। সদ্য শেষ হওয়া ঘরোয়া আসর বিপিএলের পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে নজর দিলেও বিশেষ কিছু করার নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কারণ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প দেশে নেই। তাতে কোনরকমে প্রস্তুতি সারছে টাইগার শান্তরা।

জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তি থাকলেও হেম্পের পারফর্মেন্সে খুশি নন বিসিবি। তাতে গেল বছরের ডিসেম্বরে দেশে যাওয়া হেম্প ছুটি শেষে এখনো দেশে ফিরেন নি। আর হেম্পের অনুপস্থিতিতে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাচ্ছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলের ব্যাটিংয়ের দেখা শোনা করেছিলেন তিনি।

এদিকে গত মাসে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার পরেই পদত্যাগ করেছিলেন জাতীয় দলের কোচিং প্যানেলের সদস্য ও সহকারী কোচ নিক পোথাস।

২০২৬ সালের মার্চ পর্যন্ত থাকার কথা থাকলেও পারিবারিক কারণ দেখিয়ে পদ ছাড়েন তিনি। বর্তমানে বাংলাদেশের কোচের পদে এখন আছেন ফিল সিমন্স। বোলিং কোচের দায়িত্বে আছেন আন্দ্রে অ্যাডামস।

খেলার দুনিয়া | ফলো করুন :