রোহিতের ওপর আস্থা রাখছেন কপিল দেব

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৭:২৬ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

 

সময়টা ভালো যাচ্ছে না ভারতের অধিনায়ক রোহিত শর্মার। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে সুবিধে করতে না পারা রোহিত ঘরোয়া রঞ্জিতেও থেকেছেন নিষ্প্রভ। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ২ রান করে মাঠ ছাড়েন। তবে ফর্ম না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযানে তার ওপর ভরসা রাখছেন সাবেক ভারতীয় তারকা খেলোয়াড় কপিল দেব।

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে রোহিতকে পিঠ চাপড়ে দিয়ে কপিল বলেছেন,‘রোহিত খুব বড় মাপের ক্রিকেটার। আশা করি শীঘ্রই ফর্মে ফিরবে। কোচকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। সমর্থকরা ভারতের পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছে। সম্প্রতি দল ভালো খেললেও তাদের সামষ্টিক পারফমেন্স ধারাবাহিক নয়। আসলে ক্যাপ্টেন ফর্মে না থাকলে গোটা দলই সমস্যায় পড়ে।’

এ সময় তিনি আরো বলেন, ‘দল ভালো খেললে প্রচুর প্রশংসা পায়। আর না জিতলেই সমর্থকদের ক্ষোভের মুখে পড়তে হয়। তখন মারাত্মক সমালোচনায় বিদ্ধ হন ক্রিকেটারর ।’ চোটে ছিটকে পড়া বুমরাহকে নিয়েও বেশ আশাবাদী কপিল। তিনি বলেন, ‘গত দুই বছরে এমন পেসার আসেনি। বুমরাহর মতো তারকা দলে না থাকলে তার প্রভাব দলে পড়েই। আমার আশা, খুব তাড়াতাড়ি চোট সারিয়ে ফিরবেন বুমরাহ।’

এদিকে মাঠের পাশাপাশি ড্রেসিংরুমেও রোহিতের পারফরর্মেন্স নিয়ে বেশ চর্চা হচ্ছে বলে জানা গেছে। তাতে সবমিলিয়ে অধিনায়কত্ব নিয়ে বেশ চাপে আছেন ভারতীয় দলপতি রোহিত শর্মা।

খেলার দুনিয়া | ফলো করুন :