বিপিএলের সেরা একাদশে জায়গা পেলেন যারা
অবশেষে উত্তাপ ছড়িয়ে পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। ফাইনালে গতকাল শুক্রবার রাতে চিটাগং কিংসকে ৩ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুলে তামিম ইকবালের ফরচুন বরিশাল। এবারের বিপিএলে সামগ্রিক পারফর্মেন্স নিয়ে সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো।
টপ অর্ডারে বিপিএলের সেরা একাদশে ওপেনিং ব্যাটারের জায়গা পেয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ তানজিদ তামিম। অপরদিকে জুনিয়র তামিমের সঙ্গে জায়গা পেয়েছেন ফাইনালে ফিফটি করা ফরচুন অধিনায়ক তামিম ইকবাল। বিপিএলে ৪১৩ রান করেছেন তামিম। তিনের বিবেচনায় রাখা হয়েছে ৩৮৬ রান করা জাকির হাসানকে।
মিডল অর্ডারে গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন। চিটাগংকে ফাইনালে তুলতে তার ছিল বড় ভূমিকা। তাই চারের বিবেচনায় ক্লার্ক আছেন বিপিএলের সেরা একাদশে। স্লগার হিসেবে রাখা হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। বিপিএলের সেরা একাদশে জায়গা পেয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহও। খুশদিল ২৯৮ রান করার পাশাপাশি বল হাতে ১৭ উইকেট নিয়েছেন। বিপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও।
একাদশে জায়গা পেয়েছেন আরেক পাকিস্তানি পেস অলরাউন্ডার ফাহিম আশরাফ। বল হাতে ফাহিম তুলেছেন ২০ উইকেট। স্লগেও কার্যকর ইনিংস দেখিয়েছেন তিনি। তাতে খুশদিল ও আশরাফকে জায়গা দিতে আসরের সেরা ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ জায়গা পাননি একাদশে।
স্পিনার খুশদিলের পাশাপাশি একাদশে আছেন চট্টগ্রামের স্পিনার আলিস আল ইসলাম। তিনি টুর্নামেন্টে ১৫ উইকেট তুলে নিয়েছেন। এছাড়া একাদশে জায়গা পাওয়া তিন পেসার হলেন আকিফ জাভেদ, টুর্ণামেন্টে সর্বাধিক উইকেট নেওয়া তাসকিন ও খালেদ আহমেদ। তিনিও নিয়েছেন ২০ উইকেট।
বিপিএলে সেরা একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।