চোট কাটিয়ে মাঠে ফিরছেন বিরাট
চিরচেনা ছন্দে নেই ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যাট হাতে জ্বলে উঠতে না পেরে ফিরেছিলেন ঘরোয়া আসর রঞ্জিতে। সেখানেও একই ধারাবাহিকতা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর অনুশীলনে গিয়ে চোটের মুখে পড়েন তিনি। তবে চোট থেকে সেরে উঠায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে রোববার মাঠে ফিরবেন বিরাট।
নাগপুরে পাওয়া হাঁটুর চোট থেকে বিরাটের সেরে উঠার খবর গণমাধ্যমকে জানিয়েছেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। বিরাটকে নিয়ে তিনি বলেন,‘কোহলি ফিট হয়ে উঠেছে, সে আজ আমাদের সঙ্গে অনুশীলন করেছে। সে খেলতে প্রস্তুত।’ বিরাট চোটে থাকায় বৃহস্পতিবার তার বদলি মাঠে নামেন কলকাতার নাইট রাইডার্সের শ্রেয়াস আইয়ার। প্রায় ছয় মাস পর আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে ৯ চার ও ২ ছক্কায় ৩৬ বলে ৫৯ রান করেন আইয়ার।
গেল বছরের অগাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন বিরাট। আর চলতি মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে সিরিজ খেলছে ভারত। যেখানে মূলত দীর্ঘদিন ধরে ছন্দের খোঁজে থাকা রোহিত-বিরাটরা নিজেকে শানিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
বিরাট কোহলি ফিরলেও দলের নির্বাচকদের পড়তে হবে আরেক ঝামেলায়। তার জন্য যশস্বী জসওয়ালকে বাদ দিতে হতে পারে নির্বাচকদের।