চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে পড়লেন রবীন্দ্র
চলতি মাসে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের আগে চোটে পড়েছেন নিউজিল্যান্ডের ব্যাটার অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। বৈশ্বিক এই আসরের আগে ত্রি-দেশীয় সিরিজের ম্যাচ খেলতে গিয়ে কপালে চোট পান তিনি। তাতে ম্যাচ থেকে ছিটকে পড়েন তিনি।
শনিবার রাতে গাদ্দাফী স্টেডিয়ামে ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করার সময় ২৫ বছর বয়সী রবীন্দ্র ফ্লাডলাইটের বিপরীতে খুশদিল শাহকে ক্যাচ ধরতে গিয়ে বলের দৃষ্টি হারান। তাতে বল এস সোজা কপালে লাগে তার। তাৎক্ষণিক চিকিৎসা শেষে রক্তাক্ত কপালে ব্যান্ডেজ ধরে মাঠ ছেড়ে চলে যান তিনি। এ মাসেই শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি ফিরতে পারবেন কীনা এনিয়ে দেখা দিল শঙ্কা!
চোটের ব্যাপারে নিউজিল্যান্ড ক্রিকেটের মুখপাত্র ক্রিকইনফোকে জানান, 'রবীন্দ্র বলটি ক্যাচ নিতে গিয়ে ৩৮তম ওভারে কপালে আঘাত পেয়েছেন, তাই তাকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। আর তার কপালে ক্ষত হয়েছে, যা মাঠে চিকিৎসা করা হয়েছে, তবে তিনি এখন খানিকটা ভাল আছেন। প্রথম হেড ইনজুরি অ্যাসেসমেন্ট (এইচআইএ)) ভালোভাবে পার করেছেন রবীন্দ্র। তাকে এখন পর্যবেক্ষণ করা হবে।’
এই ঘটনার পর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নতুন করে প্রস্তুত করা গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাডলাইট নিয়ে প্রশ্ন উঠেছে। পর্যাপ্ত আলোর অভাবের কথা বলেছেন অনেকে। আলোর গতি পথ নিয়েও তোলা হয়েছে প্রশ্ন।