২০১১ সালের পর শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জিতল অজিরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:০৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

গল টেস্টের চতুর্থ দিনেই জয়ের বন্দরে পা রাখল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে সফরকারীরা। টানা ১৪ বছর পর এশিয়ার মাটিতে এটিই অজিদের দ্বিতীয় সিরিজ জয়।

দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২১১ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে শ্রীলঙ্কা। লিড ছিল মাত্র ৫৪ রান। শেষ ভরসা ছিলেন কুশল মেন্ডিস। কিন্তু দিনের শুরুতেই নাথান লায়নের বল সামলাতে পারেননি তিনি। শর্ট ফাইন লেগে দাঁড়ানো স্টিভ স্মিথ সহজ ক্যাচ নেন, বিদায় নেন কুশল (৫০)। এরপর মাত্র ১৪ রান যোগ করেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। ফলে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৭৫ রান।

ছোট এই লক্ষ্য তাড়া করতে খুব একটা বেগ পেতে হয়নি অজিদের। মাত্র ৯.১ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে তারা। খাজার ব্যাট থেকে আসে ২৭ রান, লাবুশেন করেন অপরাজিত ২৬। জয়াসুরিয়া পান একমাত্র উইকেটটি।

শ্রীলঙ্কার ব্যাটিং ব্যর্থতার পেছনে মূল ভূমিকা রেখেছে অস্ট্রেলিয়ার দুই স্পিনার নাথান লায়ন ও ম্যাথু কুনেম্যান। এই দুই স্পিনার দ্বিতীয় টেস্টে সমান ৭টি করে উইকেট নিয়েছেন। দুই ম্যাচের সিরিজে দুজন মিলে শিকার করেছেন ৩০ উইকেট-লায়ন ১৪টি ও কুনেম্যান ১৬টি।

সিরিজের শেষ ম্যাচটি ছিল শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক দিমুথ করুনারত্নের ক্যারিয়ারের বিদায়ী টেস্ট। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪ রান করে বিদায় নেন এই ওপেনার। ম্যাচের শেষদিকে বলও করেন তিনি, আর তার বলেই মারনাস লাবুশেন সিঙ্গেল নিয়ে নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার জয়।

ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর মধ্যে ছিল স্টিভ স্মিথের এক অনন্য রেকর্ড। কুশল মেন্ডিসের ক্যাচ নিয়ে তিনি অস্ট্রেলিয়ার প্রথম ফিল্ডার হিসেবে (উইকেটকিপার বাদে) টেস্টে ২০০ ক্যাচের মাইলফলক স্পর্শ করেছেন। স্মিথের সামনে এখন কেবল তিনজন ব্যাটসম্যান রয়েছেন-জো রুট (২০৭), মাহেলা জয়াবর্ধনে (২০৫) ও রাহুল দ্রাবিড় (২১০)।

২০১১ সালে শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর এই প্রথম দ্বীপদেশটিতে টেস্ট সিরিজ জিতল অজিরা।

সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২৫৭ ও ২৩১ (ম্যাথুস ৭৬, মেন্ডিস ৫০; কুনেম্যান ৪/৬৩, লায়ন ৪/৮৪)
অস্ট্রেলিয়া: ৪১৪ ও ৭৫/১ (খাজা ২৭, লাবুশেন ২৬; জয়াসুরিয়া ১/২০)
ফল: অস্ট্রেলিয়া ৯ উইকেটে জয়ী
ম্যাচসেরা: অ্যালেক্স ক্যারি
সিরিজসেরা: স্টিভেন স্মিথ
সিরিজ: ২-০ ব্যবধানে জয়ী অস্ট্রেলিয়া

খেলার দুনিয়া | ফলো করুন :