প্রতিশ্রুতি রাখতে পারলেন না তামিম

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:২৫ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের শিরোপা নিজেদের করে নেওয়ার পর উদযাপনে ব্যস্ত সময় পার করছে ফরচুন বরিশালের খেলোয়াড়রা। তবে শিরোপা নিয়ে লঞ্চে করে বরিশাল যাওয়ার প্রতিশ্রুতি রাখতে পারলেন না বরিশাল দলপতি তামিম ইকবাল। শিরোপা জিতে লঞ্চে যাওয়ার কথা বললেও বিমানে করে বরিশালে উড়ে গিয়েছেন তামিমরা।

ফাইনালে পা রেখে শিরোপা নিয়ে দল সহ লঞ্চে করে বরিশাল যাওয়ার কথা জানিয়েছিলেন তামিম। সেবার তামিম বলেছিলেন,‘ অবশ্যই চেষ্টা থাকবে যদি চ্যাম্পিয়ন হতে পারি, ইচ্ছা আছে লঞ্চে করে বরিশাল যাব। আগেরবার কোনো কারণে যেতে পারিনি। তবে এবার যদি আল্লাহ আমাদের ওপর রহমত করেন, তাহলে অবশ্যই যাব।’

জানা গেছে আজ রোববার দুপুরে চাটার্ড প্লেনে বরিশালের উদ্দেশ্যে উড়ে গেছেন তামিমরা। মুলত শিরোপা জিতে দল সহ বরিশালে যাওয়ার প্রতিজ্ঞা করেছিলেন তামিম। সে উপলক্ষ্যে বরিশালের বেলস পার্কে ইতোমধ্যে আয়োজনও করা হয়েছে জাকঁজমকপূর্ণভাবে। সেই সঙ্গে কনসার্ট ও থাকছে তামিমদের বরণে।

বরিশালে যাওয়া নিয়ে ফ্র্যাঞ্চাইজির মালিক জানান, বাংলাদেশ বিমানে করে আমরা ঢাকা থেকে বরিশাল যাব দুপুরে, ওখানে গিয়ে খাবার খাব। এরপর বেলস পার্কে (বরিশালে) একটি অনুষ্ঠান হবে। ঐখানে ব্যান্ড সংগীতও হতে পারে এবং তামিম ভাই দলের সিনিয়র খেলোয়াড়রা সঙ্গে শান্তরাও কিছু বক্তব্য রাখতে পারেন,ফটোসেশন হবে। তারপর আমরা ঢাকায় ফিরে আসবে। অনুষ্ঠান হবে দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।’

খেলার দুনিয়া | ফলো করুন :