নরকিয়ার জায়গায় খেলবেন কে?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৩২ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে চোটের কারণে ছিটকে পড়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার এনরিখ নরকিয়া। তার জায়গায় কে মাঠে নামবেন তা নিয়ে বেশ শঙ্কা তৈরী হয়েছিল দক্ষিণ আফ্রিকার শিবিরে। শেষ পর্যন্ত নরকিয়ার বিকল্প খুজে পেয়েছে দক্ষিণ আফ্রিকান নির্বাচকরা। তার পরিবর্তে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাঠে নামবেন করবিন বোশ।

সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-টোয়েন্টিতে শিরোপা জেতা এমআই কেপ টাউনের হয়ে বল হাতে দুর্দান্ত পারফর্মেন্সে মৌসুম শেষ করেছেন ৩০ বছর বয়সী বোশ। এখন দলে ডাক পাওয়ায় তার ভাই ইথানের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। ত্রি-দেশীয় সিরিজের দলে দক্ষিণ আফ্রিকায় হয়ে খেলছেন ইথান।

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক করেন বোশ। আর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দিয়েছেন তিনি। যেখানে নিজেকে প্রমাণ করার বড় এক সুযোগ অপেক্ষা করছে তার জন্য। বোশের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার হয়ে বৈশ্বিক এই ইভেন্টে মাঠে নামবেন দলের তরুণ খেলোয়াড় কোয়েনা মাফাকা। দলে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাফাকা।

বোশ, মাফাকা এবং ওপেনার টনি ডি জর্জি পাকিস্তানে চলমান ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে যোগ দেবেন, যেখানে খেলবে নিউজিল্যান্ডও। সেই সিরিজকে সামনে রেখে সাবেক পাকিস্তানি খেলোয়াড় ইয়াসির আরাফাতকে দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে ২০২৫ পর্যন্ত নিয়োগ দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। চলমান সিরিজে স্কোয়াডের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড-
তেম্বা বাভুমা (অধিনায়ক), করবিন বোশ, টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলডার, লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাব্রেইজ শামসি, ট্রিস্টান স্টাবস এবং রেসি ভ্যান ডার ডুসেন।
ট্রাভেলিং রিজার্ভ: কোয়েনা মাফাকা।

খেলার দুনিয়া | ফলো করুন :