তামিমদের সংবর্ধনা থমকে গেল দর্শকদের বিশৃঙ্খলায়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৮:৪৯ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

তামিম ইকবালের হাত ধরে টানা দু’বার বিপিএলের শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। দলটির মাঠ কিংবা মাঠের বাইরের পেশাদারিত্ব ছাপিয়ে গেছে বিপিএলের আর সকল দলকে। সে কারণে সারা দেশেই বিশাল এক ফ্যানবেইজ গড়ে তুলতে সক্ষম হয়েছে দলটি।

ফাইনাল জয়ের পরই অধিনায়ক তামিম ঘোষণা দিয়েছিলেন কাপ নিয়ে বরিশাল যাবেন। আজ ৯ ফেব্রুয়ারি (রবিবার) দলকে বরণ করে নিতে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছিলেন হাজারো জনতা। তামিমদের পৌঁছানোর কথা ছিল ২টায়। তবে ট্রফি নিয়ে খেলোয়াড়রা মঞ্চে উঠেছেন প্রায় বিকেল ৪ টায়। এতক্ষণের অপেক্ষা জমে যায় প্রচন্ড ভিড়,দর্শকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। খেলোয়াড়রা মঞ্চে উঠতেই শুরু হয় চরম বিশৃঙ্খলা। ফলে ট্রফি উঁচিয়ে ধরেই খেলোয়াড়রা দ্রুত মঞ্চ ত্যাগ করে।

এর আগে বিশেষ বিমানে করে গতবার এবং এবারের শিরোপা নিয়ে বরিশাল বিমানবন্দরে পৌঁছান খেলোয়াড়েরা। তাদের বরণ করতে আগে থেকেই বিমানবন্দরে অবস্থান নেন ফরচুন বরিশাল দলের কর্ণধার মো. মিজানুর রহমান ও উচ্ছ্বসিত মানুষ।

বিমানবন্দর থেকে ফরচুন বরিশালের বাসে বেলস পার্কের উদ্দেশ্যে রওনা হন খেলোয়াড়েরা। মোটরসাইকেলের শোভাযাত্রা সহকারে তাদেরকে সেখানে নিয়ে আসা হয়। তবে তামিমদের দেরী হওয়ার পরও কড়া রোদ-ভ্যাপসা গরমের মধ্যে উৎসুক জনতা নেচে-গেয়ে আনন্দে মাতে।

কিন্তু দর্শকের চাপ এতই বেশি ছিল যে একপর্যায়ে মূল মঞ্চের চারপাশে প্রচণ্ড ভিড়ে দম বন্ধ করা অবস্থা সৃষ্টি হয়। নারী ও শিশুরা চরম ভোগান্তিতে পড়ে। অনুষ্ঠানটির আয়োজনে অব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় উপস্থিত জনতার। অনুষ্ঠানস্থলে নিরাপত্তার ব্যবস্থাও ছিল ঢিলেঢালা। ফলে ঠেলাঠেলি-ধাক্কাধাক্কির মধ্যে সেখানে হাতাহাতির ঘটনা ঘটে।

বিকেল ৪টার একটু আগে অধিনায়ক তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ দলের অন্য খেলোয়াড়েরা মঞ্চে আসেন। চরম বিশৃঙ্খলার মধ্যে দুটি শিরোপা উঁচু করে তুলে দর্শকদের উদ্দেশ্যে দেখান তামিম ও মুশফিক। এরপর তারা দ্রুত মঞ্চ ত্যাগ করেন।

এমন বিশৃঙ্খলা নিয়ে ফরচুন বরিশালের কর্ণধার মো. মিজানুর রহমান বলেন,‘ প্রশাসনকে জানিয়ে সবকিছু পেশাদারত্বের সঙ্গেই আয়োজন করা হয়েছিল। কিন্তু মানুষের অত্যাধিক চাপ ছিল, যা পরে আর নিয়ন্ত্রণ করা যায়নি। অনুষ্ঠানে ব্যান্ড তারকা হাসানের গান পরিবেশনের কথা ছিল, সেটি হয়নি।

খেলার দুনিয়া | ফলো করুন :