সেঞ্চুরি তুলে জবাব দিলেন রোহিত
বিশ্ব ক্রিকেটে আধুনিক ক্রিকেট তো বটেই সর্বকালের সেরা ব্যাটারদের তালিকা করলেও সে তালিকায় জায়গা করে নেবেন রোহিত শর্মা। এই রোহিতই ছিলেন দিলেন পর দিন ফর্মের বাইরে। তারকা খ্যাতিতে দলে টিকে আছেন এমন গুঞ্জনও উঠেছিল।
তবে অবশেষে সব সমালোচনা জবাব ব্যাটেই দিলেন রোহিত। অবশেষে ফর্মে ফিরলেন ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেললেন ৯০ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস ।
৩০৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩০ বলে রোহিত তুলে নেন তার অর্ধশতক। সব ফরম্যাট মিলেয়ে ১১ ইনিংস ও দীর্ঘ ১১৫ রানের মাথায় রোহিত দেখা পেয়েছেন অর্ধশতকের। অর্ধশতকের পর অবশ্য একটু দেখেশুনে খেলেছেন রোহিত। সেঞ্চুরির দেখা পেতে রোহিতকে খেলতে হয়েছে ৭৬ বল। আদিল রশিদকে ছক্কা মেরে নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৩২ তম সেঞ্চুরি তুলে নেন রোহিত। ২৭৭ দিন পর রোহিত দেখা পেলেন শতকের।
এদিন শচীন টেনডুলকারকে টপকে রেকর্ড ও করেছেন রোহিত। ভারতীয়দের মাঝে ওপেনার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এখন রোহিত।