রোহিতের সেঞ্চুরিতে ভারতের সিরিজ জয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:১৩ পিএম | ০৯ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের ইনিংসের শুরুতেই স্টেডিয়ামের ফ্লাডলাইট হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। যার কারণে বন্ধ রাখতে হয় খেলা। সম্ভবত ফ্লাডলাইটের আলো কেড়ে নিয়েছিলেন রোহিত শর্মা। ২২৭ দিন পর সেঞ্চুরি করে ম্যাচের সব আলো নিজের করে নিলেন ভারতীয় অধিনায়ক।

আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কটকের বারাবাটি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ৩০৪ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। আর তাতেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো ভারত।

৩০৫ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল। দুজনে মিলে গড়েন ১৩৬ রানে উদ্ভোধনী জুটি। ৫২ বলে ৬০ করে গিল ফিরে গেলেও ক্যারিয়ারের ৩২ তম সেঞ্চুরির দেখা পেয়েছেন রোহিত। নিজের ফর্মে ফেরার দিনে রোহিত খেলেছেন ৯০ বলে ১১৯ রানের বিধ্বংসী ইনিংস। রোহিত ফর্মে ফিরলেও বাজে ফর্মের বৃত্ত থেকে বের হতে পারছেন না বিরাট কোহলি। আদিল রশিদের বলে ৫ রান করেই সাজঘরে ফেরেন কোহলি। পরবর্তীতে সিরিয়াস আইয়ার খেলেন ৪৭ বলে ৪৪ রানের ইনিংস। পরবর্তীতে অক্ষর পাটেলের ৪১ রানে সহজেই জয় তুলে নেয় ভারত। 

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পান দুই ইংলিশ ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। তারা দুজনে মিলে গড়েন ৮১ রানের উদ্বোধনী জুটি। তবে ব্যক্তিগত ২৬ রানেই বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ দিয়ে আউট হন সল্ট। 

তবে সল্ট ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার ডাকেট। ৫৬ বলে ৬৫ রানের ইনিংস খেলে তিনি ফিরে যান সাজঘরে। এরপর দলের হাল ধরেন রুট। হ্যারি ব্রুকের সঙ্গে ৬৬ রানের জুটি ও ব্রুক ফেরার পর অধিনায়ক জশ বাটলারের সঙ্গে ৫১ রানের জুটি গড়েন রুট। ৭২ বলে ৬৯ রান করে রুট আউট হন রবীন্দ্র জাদেজার বলে । এরপর বাটলারের ৩৪ আর লিয়াম লিভিংস্টোনের ৩২ বলে ৪১ রানের ইনিংসে ভর করে ৪৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে ৩০৪ রানের সংগ্রহ পায় ইংলিশরা। 

এ ম্যাচ জয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে সিরিজ জিতে নিলো স্বাগতিক ভারত। এর আগে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ এ জয় পেয়েছিল ভারত।

খেলার দুনিয়া | ফলো করুন :