বিশ্বকাপকে পেছনে রাখলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৪৮ পিএম | ১০ ফেব্রুয়ারি, ২০২৫

ফুটবল হোক কিংবা ক্রিকেট, বিশ্বকাপকেই ধরা হয় সবচেয়ে বড় টুর্নামেন্ট হিসেবে। সে হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির থেকে অবশ্যই বড় টুর্নামেন্ট বিশ্বকাপ। কিন্তু দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা বিশ্বকাপ থেকে প্রতিযোগিতার দিক থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিকেই এগিয়ে রাখছেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। যেখানে খেলবে ৮ দল। বাভুমার মতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফরম্যাট ই টুর্নামেন্টটিকে চ্যালেঞ্জিং করে তুলেছে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার গ্রুপে বাকি তিন দল অস্ট্রেলিয়া.ইংল্যান্ড ও আফগানিস্তান। যেখান থেকে সেরা দুই দল খেলবে সেমিফাইনালে।

গতকাল ৯ ফেব্রুয়ারি (রবিবার) লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক বলেন,‘বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।’

২০২৩ বিশ্বকাপে গ্রুপ পর্বে ১০ দলের মাঝে শীর্ষ দুইয়ে থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছিল দক্ষিণ আফ্রিকা। যেখানে গ্রুপ পর্বে একদল খেলার সুযোগ পায় ৯ ম্যাচ। যদিও সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে ৩ উইকেটে হেরেছিল বাভুমার দল।

বিশ্বকাপে ৯ ম্যাচের বিপরীতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্বে একদল খেলার সুযোগ পায় মাত্র ৩ ম্যাচ। যেখানে এক ম্যাচে ভুল করলেই সেমিফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হতে পারে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এর আগে পাকিস্তানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ত্রিদেশীয় সিরিজ খেলছে তারা।

খেলার দুনিয়া | ফলো করুন :