ফর্মে ফেরার দিনে রোহিত গড়লেন অসংখ্য রেকর্ড
বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনারদের একজন রোহিত শর্মা। সেই রোহিতই শেষ ১২ ইনিংস হাফ-সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না। শেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২৭৭ দিন আগে। তবে অবশেষে রোহিত ফর্মে ফিরলেন। রোহিতের মত করেই ফর্মে ফিরলেন। নিজের ফর্মে ফেরার দিনে রোহিত করলেন একাধিক রেকর্ডও।
কটকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৬ বলে সেঞ্চুরি স্পর্শ করেন রোহিত। রোহিতের ওয়ানডে ক্যারিয়ারে এটি দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। রোহিত এদিন থেমেছেন ৯০ বলে ১১৯ রান করে। এ ইনিংসটি রোহিতকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।
এ ম্যাচে রোহিতের গড়া রেকর্ডসমূহ-
# ১১৯ রানের বিধ্বংসী এ ইনিংসে ৭ ছক্কা হাঁকিয়েছেন রোহিত। এক ইনিংসে ৭ ছক্কা হাঁকানো রোহিতের কাছে বিশেষ কিছু না। তবে এবারের ছক্কাগুলো রোহিতের জন্য একটু আলাদা ই বটে! কারণ এদিন ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে দুইয়ে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। পিছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ক্রিস গেইলকে। ওয়ানডেতে গেইল ছক্কা হাঁকিয়েছেন ৩৩১ টি।
গেইলকে পিছনে ফেলতে রোহিতের এদিন হাঁকাতে হতো মাত্র এক ছক্কা। গেইলকে টপকে রোহিত ছুটছেন পাকিস্তানের শহীদ আফ্রিদির রেকর্ডের পেছনে। আফ্রিদিকে টপকাতে রোহিতের প্রয়োজন মাত্র ১৪ ছক্কা। আফ্রিদির ওয়ানডেতে ছক্কা সংখ্যা ৩৫১ টি। ওয়ানডের লম্বা ইতিহাসে কেবল এই তিনজনই ৩০০ এর বেশি ছয় মেরেছেন।
# ৩০ বছর পেরোনোর পরে ভারতীয়দের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি শচীন টেনডুলকার (৩৫টি)। রোহিত এদিন ছাড়িয়ে গেছেন শচীনকে। ৩০ পেরোনোর পর রোহিত সেঞ্চুরি করেছেন ৩৬টি।
# ভারতীয় ওপেনারদের মাঝে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ রানের মালিকও এখন রোহিত। রোহিত টপকে গেছেন শচীনের ১২০ টি পঞ্চাশোর্ধ ইনিংসকে।
# শচীনকে আরও এক জায়গায় ছাড়িয়ে গেছেন রোহিত। ওপেনিংয়ে ভারতীয়দের মাঝে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন রোহিত। রোহিত পেছনে আছেন ভীরেন্দ্র শেবাগের। শেবাগের থেকে মাত্র ৩৫৪ রান পিছনে আছেন রোহিত।
# এদিন বিশ্ব ক্রিকেটে একমাত্র অধিনায়ক হিসেবে ২৫০ ছক্কার রেকর্ড গড়েছেন রোহিত।