প্রোটিয়া ওপেনার ভাঙলেন ৪৭ বছর পুরোনো রেকর্ড
২২ ফেব্রুয়ারি, ১৯৭৮ সালের ঘটনা। ওয়ানডে ইতিহাসের ৪৮ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচে অভিষেকেই ১৪৮ রান করেছিলেন উইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্স। ৪৮ তম ম্যাচের সে রেকর্ড ভাঙলো ৪৮২৯ তম ওয়ানডে ম্যাচে এসে, ৪৭ বছর পর।। ১০ ফেব্রুয়ারি ২০২৫ এ এসে দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে অভিষেক ম্যাচেই খেললেন ১৫০ রানের ইনিংস।
ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রান করে ব্রিটজকে নাম লেখালেন ইতিহাসের পাতায়। তার দল দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে লক্ষ্য দিয়েছে ৩০৫ রানের।
২৬ বছর বয়সী ব্রিটজকে এদিন সেঞ্চুরি করতে খেলেছেন ১২৮ বল। এর পরই নিজের সক্ষমতার প্রমাণ দেন তিনি। পরের ৫০ রান করতে খেলেছেন মাত্র ১৯ বল। ১৪৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১৫০ রান করে ম্যাট হেনরির বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ব্রিটজকে।