চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের ভবিষ্যৎ জানালেন কোচ
বাংলাদেশ দল ও ভক্ত সমর্থকের মাঝে লিটন কুমার দাসকে নিয়ে প্রত্যাশার পারদ টা অনেক উপরে। তবে দীর্ঘদিন ধরে সাদা বলের ক্রিকেটে সেই প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন লিটন। সে কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও জায়গা হয়নি তার। অবশ্য দল ঘোষণার পরই বিপিএলে মাঠে নেমে করেন অবিশ্বাস্য সেঞ্চুরি। যে সেঞ্চুরি লিটনের ভক্ত-সমর্থকের আক্ষেপই বাড়িয়েছে।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে গত শনিবার থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তারই ধারাবাহিকতায় আজ (সোমবার) অনুশীলনের তৃতীয় দিনে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স।
যেখানে লিটনের দলে না থাকা নিয়ে প্রশ্নের জবাবে সিমন্স বলেন,'লিটনের সঙ্গে আমার কথা হয়েছে। দল ঘোষণার পর নিজেকে দলে না দেখতে পেয়ে ওর অবশ্যই খারাপ লেগেছে। তবে,আমি জানি সে নিজের প্রস্তুতি নিচ্ছে এবং নিজের ব্যাটিং নিয়ে কাজ করছে। বিপিএলে দেখেছি ওর ফর্ম কিছুটা ফিরে এসেছে।’
লিটনকে মিস করবেন কিনা প্রশ্নের জবাবে সিমন্স বলেন,'তার মতো প্লেয়ার আমরা অবশ্যই মিস করব। কিন্তু একইসাথে, সে নিজেও স্বীকার করে নিয়েছে যে, সে ব্যাট হাতে রান পাচ্ছে না দেখেই তাকে স্কোয়াডে রাখা হয়নি।’
২০২৪ সালে ৫ আন্তর্জাতিক ওয়ানডেতে ১.২ এভারেজে মাত্র ৬ রান করেছেন লিটন। আর টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ২০ ইনিংসে মাত্র ১৬.৩ গড়ে রান করেছেন ৩০৯ রান।