ব্রিটজকের রেকর্ডকে ছাপিয়ে উইলিয়ামসনের ঝলক
বিশ্ব ক্রিকেটে ফ্যাব-ফোর নামে পরিচিত চারজনের একজন কেন উইলিয়ামসন। সেই উইলিয়ামসন শেষ সেঞ্চুরির দেখা পেয়েছেন ২০১৯ সালের জুনে। তবে সব হতাশাকে পিছনে ফেলে অবশেষে সেঞ্চুরির দেখা পেয়েছেন উইলিয়ামসন। ত্রিদেশীয় সিরিজে দলকে নিয়ে গেছেন ফাইনালে।
পাকিস্তান,দক্ষিণ-আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাথিউ ব্রেটজকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড।
ম্যাচের প্রথম ইনিংসের আলো প্রোটিয়া ওপেনার ব্রিটজক কেড়ে নেন। অভিষেকে সর্বোচ্চ রান করার ৪৭ বছরের পুরনো রেকর্ডটি নিজের করেন নেন তিনি। তবে তার এ অবিশ্বাস্য রেকর্ডকে ছাপিয়ে ম্যাচের সব আলো কেড়ে নিয়েছেন উইলিয়ামসন। তার ১৩৩ রানের ইনিংসে ভর করে ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। আর তাতেই ফাইনাল নিশ্চিত করে কিউইরা।
এদিন মাত্র ৭২ বলে সেঞ্চুরি তুলে নেন উইলিয়ামসন। যেটি তার ওয়ানতে ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম শতক। ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৯ বলে সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৪৭ তম সেঞ্চুরি।
এদিকে ইতোমধ্যেই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করা নিউজিল্যান্ড ফাইনালে প্রতিপক্ষের অপেক্ষায় আছে। বুধবার করাচিতে পাকিস্তান–দক্ষিণ আফ্রিকা ম্যাচে জয়ী দল ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৪/৬ (ব্রিটজকে ১৫০, মুল্ডার ৬৪, হেনরি ২/৫৯)।
নিউজিল্যান্ড: ৪৮.৪ ওভারে ৩০৮/৪ ( উইলিয়ামসন ১৩৩*, কনওয়ে ৯৭, মুথুসামী ২/৫০)।
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: কেন উইলিয়ামসন