অজিদের বোলিং দাপটে ২৪০ রানে অলআউট ভারত

অজিদের বোলিং দাপটে ২৪০ রানে অলআউট ভারত

স্বপ্নের মতো ক্রিকেট খেলছিল ভারত। বিশ্বকাপে টানা ১০ জয়! কিন্তু ফাইনালে এসে ব্যাটিং করাটা যেন ভুলেই গেল স্বাগতিকরা!

আগের দশ ম্যাচে বলে কয়ে তিনশ সাড়ে তিনশ পার করা ভারত আহমেদাবাদের শিরোপা মঞ্চে ব্যাট করতে নেমেই তালগোল পাকিয়ে ফেলে। ফাইনালের রং। এত এত তারকা। লক্ষাধিক সমর্থক কোনো কিছুই যেন ব্যাটিংয়ে প্রেরণা যোগাতে পারছিল না। উল্টো আকাশচুম্বী শিরোপা প্রত্যাশা ক্রমশই চাপে ফেলছিল ভারতকে। যেই চাপেই নুইয়ে পড়তে হয়েছে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের মতো ব্যটারদের। সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত বিরতিতে উইকেট তুলে ষষ্ঠ শিরোপার পথ প্রস্তুত করেছে অজি বোলাররা। ফাইনালে ভারতকে আটকে রেখেছে ২৪০ রানে। 

যদিও আহমেদাবাদে বিশ্বকাপের ফাইনালে নিজেদের শুরুটা বেশ ভালোভাবেই করেছিল টিম ইন্ডিয়া। বিশেষ করে অধিনায়ক রোহিত শর্মার আগ্রাসী ব্যাটিং উড়ন্ত সূচনা দিয়েছিল ভারতকে। কিন্তু অজি বোলারদের লড়াকু মানসিকতার কাছে অনেকটাই হার মানতে হয়েছে ভারতীয় ব্যাটিং লাইনআপকে।

আহমেদাবাদে এদিন টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। তবে আরেক ব্যাটার বিরাট কোহলিকে সাথে নিয়ে একটি দারুণ জুটি গড়েন রোহিত (৪৫)। কিন্তু দলীয় ৭৬ রানে রোহিতকে আউট করেন ম্যাক্সওয়েল। এরপরই ঘটে ছন্দপতন। ইনফর্ম ব্যাটার শ্রেয়াস আইয়ারও এদিন মাত্র ৪ রান করে আউট হন প্যাট কামিন্সের বলে।

তবে এরপরই দলের হাল ধরেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল, এ দুইজনে মিলে গড়েন ৬৭ রানের জুটি। কিন্তু দলীয় ১৪৮ রানে কোহলি (৫৪) আউট হলে আবারও বিপদে পড়ে ভারত। এরপর কোনো নতুন ব্যাটারই তেমন সুবিধা করতে পারেনি। একের পর এক ব্যাটারদের আশা যাওয়ার মিছিলে নিজে একাই লড়াই করে যাচ্ছিন রাহুল। তবে দলীয় ২০৩ রানে আউট হন রাহুল (৬৬)। তেমন কিছু করতে পারেননি ব্যাটার সূর্যকুমার যাদবও। মাত্র ১৮ রানে আউট হন তিনি। শেষের দিকে কুলদীপ যাদবের ১০ এবং মোহাম্মদ সিরাজের ৮ রানের ইনিংসের উপর ভিত্তি করে ২৪০ রানের সংগ্রহ পায় ভারত।

অজিদের হয়ে এদিন সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার মিচেল স্টার্ক।

 

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ৫০ ওভারে ২৪০/১০ (রোহিত ৪৭, গিল ৪, কোহলি ৫৪, শ্রেয়াস ৪, রাহুল ৬৬, জাদেজা ৯, সুরিয়াকুমার ১৮, শামি ৬, বুমরাহ ১, কুলদিপ ১০, সিরাজ ৯*; স্টার্ক ৩/৫৫, হেইজেলউড ২/৬০, ম্যাক্সওয়েল ১/৩৫, কামিন্স ২/৩৪, জ্যাম্পা ১/৪৪)

সম্পর্কিত খবর