ক্রিকেটার নেই, মাঠে নামলেন ফিল্ডিং কোচ!
প্রথম ইনিংসে ম্যাথিউ ব্রিজটেকের রেকর্ড করা সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে কেন উইলিয়ামসনের ম্যাচজয়ী সেঞ্চুরী। ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে দর্শক দেখেছে বিস্ময়কর সব ইনিংস। তবে এই দুই ইনিংসের ভিড়ে ঘটেছে আরও এক অবিশ্বাস্য ঘটনা। যে ঘটনা ক্রিকেট বিশ্ব দেখেনি কখনোই।
এই অভিনব ঘটনার জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। পর্যাপ্ত ক্রিকেটারের অভাবে ফিল্ডিং করতে মাঠে নেমে পড়েন দলটির ফিল্ডিং কোচ ওয়ান্ডিল গাভু।
পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলতে ১৩ জন ক্রিকেটার নিয়ে এসেছে দক্ষিণ আফ্রিকা। তাই স্বাভাবিকভাবেই অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলে ছিল মাত্র ২ জন। কিন্তু এ দুজন আগেই অন্য দুই খেলোয়াড়ের পরিবর্তে মাঠে নেমে গিয়েছিল। যখন তৃতীয় খেলোয়াড় নামার প্রয়োজন হয় তখন দক্ষিণ আফ্রিকার সাজঘরে অতিরিক্ত কোনো খেলোয়াড় ছিলেন না। তাই পরিস্থিতি সামলাতে অগত্যা জার্সি পরে মাঠে নামতে হয় দলের ফিল্ডিং কোচ গাভুকে।
সাদা বলের ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং কোচ তিনি। তার ফিল্ডিং করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এদিকে আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ম্যাথিউ ব্রেটজকের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩০৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে কেইন উইলিয়ামসনের অপরাজিত সেঞ্চুরিতে ৬ উইকেটে জয় পায় নিউজিল্যান্ড।