মুরালিধরন দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই দেখছেন ফাইনালে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১১:০৬ এএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

দরজায় কড়া নাড়ছে আইসিসি চ্যাম্পিয়ান্স ট্রফির নবম আসর। কারা শিরোপা ঘরে তুলবে তা নিয়ে হচ্ছে ব্যাপক আলোচনা। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিরাও জানাচ্ছেল তাদের ভবিষ্যদ্বাণী। যে তালিকায় আছেন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনও।

আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা নামবে চ্যাম্পিয়ন ট্রফির এবারের আসরের। আইসিসির এত বড় আসরকে সামনে রেখে মুরালিধরণের কাছে জানতে চাওয়া হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলবে কারা। মুরালিধরন জানান ,এবারের আসরে ফাইনালে খেলার ক্ষেত্রে ফেবারিট ভারত ও পাকিস্তান।

ভারতের বার্তা সংস্থা এএনআইকে মুরালিধরন বলেছেন, ‘ফেবারিট তো আছেই। তবে নিশ্চিত করে বলার উপায় নেই যে এই দলটাই জিতবে। ভারত ও পাকিস্তানই ফেবারিট। ঘরোয়া কন্ডিশনের জন্য ফেবারিট পাকিস্তান। ভারতও এমন কন্ডিশনে উঁচু সারির দল।’

তবে কেবলমাত্র মুরালিধরন না,এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ও রবি শাস্ত্রী। গাভাস্কার নিজের দেশ ভারতকে এগিয়ে রাখলেও রবি এগিয়ে রেখেছেন পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং ফাইনালে দেখছেন ভারত ও অস্ট্রেলিয়াকে।

সর্বশেষ ২০১৭ সালে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। পাকিস্তানের দেশের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর আয়োজিত হওয়ায় অনেকে তাদের এগিয়ে রাখছে। তবে ঘরের মাঠে চলমান ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৭৮ রানে হেরেছে মোহাম্মদ রিজওয়ানের দল।

খেলার দুনিয়া | ফলো করুন :