জাতীয় দলের কোচ হলেন ইমরান সারোয়ার ইমরান

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:৫৮ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

অবশেষে কপাল খুলেছে সারোয়ার ইমরানের। দেশের সিনিয়র এই কোচকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। সাবেক লঙ্কান কোচ হাশান তিলকারত্নের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে এই তথ্য নিশ্চিত করেছেন বিসিবি প্রধান ফারুক আহমেদ। জাতীয় দলে দেশীয় কোচদের মুল্যায়নের অংশ হিসেবে ইমরানকে নিয়োগ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।  

এ বিষয়ে বিসিবি সভাপতি বলেন,‘আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শূন্য হওয়া জাতীয় নারী দলের প্রধান কোচ পদে ইমরান (সরওয়ার) কে নিয়োগ দেওয়া হবে। যখন আমি দায়িত্ব গ্রহণ করি, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে, আমি স্থানীয় কোচদের জন্য জাতীয় দলে কাজ করার জন্য সুযোগ প্রদানের জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে ইমরানকে নিয়োগ দেওয়া হয়েছে। আমার যা মনে হয় তা হলো, যদি আমরা তাদের কাজ করার সুযোগ না দিই, তাহলে আমরা কীভাবে জানব তারা পারফর্ম করছে কি না?

২০০০ সালে ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট অভিষেক ম্যাচে জাতীয় দলের প্রধান কোচ ছিলেন ইমরান। এছাড়াও সদ্য শেষ হওয়া মালয়েশিয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ মহিলা দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি।

আইসিসি অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাইয়ের সুযোগ না পেয়ে কোয়ালিফায়িং ইভেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মেয়েরা। আর সেখানে কাজ শুরু করে দিয়েছেন সদ্য নিয়োগ পাওয়া ইমরান।

এবারের নারী অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। যেখানের সরাসরি সুযোগ না পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের সাথে কোয়ালিফায়ারে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে বাংলাদেশকে । যেখান থেকে দুটি দল মূল ইভেন্টে জায়গা পাবে।

খেলার দুনিয়া | ফলো করুন :