আইসিসির মাসসেরা ক্রিকেটার ওয়ারিকান
পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টে দুই টেস্টে নিয়েছেন ১৯ উইকেট। জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা যেন প্রাপ্য ই ছিল ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকানের। হলো ও তাই! এমন অবিশ্বাস্য সাফল্যের পর আইসিসির জানুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ওয়ারিকান।
প্রথম টেস্টে ১২৭ রানে হারের পর দ্বিতীয় টেস্টে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ওয়ারিকানের দল। ব্যাটে বলে সমান অবদান রেখে ৩৫ বছর পর ওয়ারিকানের হাত ধরে পাকিস্তানের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় ওয়েস্ট ইন্ডিজ। সে ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট হাতে ৩৬ রান করার পর বল হাতে নেন ৪ উইকেট। দ্বিতীয় ইনিংসে তার ঘূর্ণিতে মাত্র ১৩৩ রানেই অলআউট হয় স্বাগতিক পাকিস্তান। এ ইনিংসে ওয়ারিকান তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে ২৭ রান দিয়ে নেন ৫ উইকেট।
সে সিরিজের দ্বিতীয় টেস্টে ওয়ারিকান ম্যাচ সেরা তো হয়েছেন ই, সঙ্গে জিতেছিলেন সিরিজ সেরার পুরস্কার। সামান জোশেপ ও গুড়াকেশ মতির পর ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ক্রিকেটার হিসেবে এ পুরস্কার লাভ করেছেন ৩২ বছর বয়সী ওয়ারিকান।
সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার পর ওয়ারিকান বলেন,‘এ পুরস্কার পাওয়া অনেক সম্মানের। তবে আমি এখানেই থেমে থাকতে চাই না। ভবিষ্যতে আরও অনেক বার এটা জিততে চাই।’
তিনি আরও যোগ করেন, ‘আমি অধিনায়ককে (ক্রেইগ ব্রাথওয়েথ) কথা দিয়েছিলাম যে দ্বিতীয় টেস্টে আমি ভালো করবো। বিশেষ করে আমার বাবাও বলেছিলেন যে আমি এ ম্যাচে ভালো করবো। আমি তার কথা রাখতে পেরেছি।’
পাকিস্তান সিরিজে ১৯ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪২.৫ গড়ে ৮৫ রান করেন ওয়ারিকান।