কোহলিকে পেছনে ফেলে নতুন উচ্চতায় উইলিয়ামসন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আধুনিক ক্রিকেটে সেরা ব্যাটারদের একজন কেন উইলিয়ামসন। সেই উইলিয়ামসন শেষ সেঞ্চুরি করেছিলেন ২০১৯ সালের জুনে। এরপর টানা ৪ বছর ছিলেন সেঞ্চুরিহীন। তবে সব হতাশাকে পেছনে ফেলে অবশেষে গতকাল (১০ ফেব্রুয়ারি) উইলিয়ামসনের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড।

ফর্মে প্রত্যাবর্তনের দিনে উইলিয়ামসন দলকে তো জিতিয়েছেনই সঙ্গে নিজেকেও নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। ওয়ানডেতে বিরাট কোহলির দ্রুততম ৭ হাজার রানের রেকর্ড টপকে গেছেন এই কিউই ব্যাটার। উইলিয়ামসন এখন ওয়ানডেতে দ্বিতীয় দ্রুততম ৭ হাজার রান করা ক্রিকেটার।

ওয়ানডেতে এ মাইলফলক স্পর্শ করতে উইলিয়ামসন খেলেছেন ১৫৯ ইনিংস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার অপরাজিত ১৩৩ রান করার দিনে এ রেকর্ড করেছেন তিনি। ৭ হাজার করতে কোহলির লেগেছিল ১৬১ ইনিংস।

উইলিয়ামসন অবশ্য পিছনে আছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার হাশিম আমলা থেকে। ১৫০ ইনিংসে ৭ হাজার রান করা আমলা যথারীতি আছেন সবার উপরে।

এটি ছিল উইলিয়ামসনের ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। এদিন সেঞ্চুরির করতে ৭২ বল খেলেন তিনি,যেটি তার ক্যারিয়ারের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

খেলার দুনিয়া | ফলো করুন :