চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোন ম্যাচে কে থাকছেন আম্পায়ার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৫০ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

আর মাত্র আট দিন পরে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। হাইব্রিড মডেলের এবারের আসর বসতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মাটিতে। সেই আসরে কারা আম্পায়ার হিসেবে থাকবেন সেই তালিকা প্রকাশের পর এবার কোন ম্যাচে আম্পায়ার হিসেবে কে থাকবেন তাও জানিয়ে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

চলতি মাসের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে মুখোমুখি হবে স্বগতিক পাকিস্তান এবং নিউজ়িল্যান্ড। সেই ম্যাচের আম্পায়ারিংয়ের দায়িত্ব থাকবে রিচার্ড কেটলবোরো এবং বাংলাদেশী শরফুদ্দৌলার হাতে। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন, চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ড্রু পাইক্রফ্ট।

দুবাইয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন আদ্রিয়ান হোল্ডস্টোক ও পল রাইফেল। টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন রিচার্ড ইলিংওর্থ আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাইকেল গফ। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন।

পরের ম্যাচে পাকিস্তানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন আহসান রাজা ও কুমার ধর্মসেনা। টিভি আম্পায়ার হবেন রড ট্যাকার, আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।

২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের শেষ গ্রুপ ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন মাইকেল গফ ও আদ্রিয়ান হোল্ডস্টোক। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন পল রাইফেল, চতুর্থ আম্পায়ার হিসেবে দেখা যাবে রিচার্ড ইলিংওর্থকে। এই ম্যাচেও ম্যাচ রেফারি থাকবেন ডেভিড বুন।

এদিকে ২৩ ফেব্রুয়ারি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির হাই ভোল্টেজ ভারত-পাকিস্তানের ম্যাচে আম্পায়ার হিসেবে রিচার্ড ইলিংওর্থের সঙ্গে থাকছেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। আর তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। ম্যাচ রেফারির দায়িত্ব থাকবেন অস্ট্রেলিয়ার ডেভিড বুন।

খেলার দুনিয়া | ফলো করুন :