আশরাফুল, সাকিব, নাসিরের পর এবার নিষিদ্ধ সোহেলি

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪৯ পিএম | ১১ ফেব্রুয়ারি, ২০২৫

দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম নারী হিসেবে আর্ন্তজাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞায় পড়লেন সোহেলি আক্তার। দলের বাইরে থেকেও সতীর্থকে দিয়ে ম্যাচ পাতাতে প্রস্তাব দেওয়ার কারণে আর্ন্তজাতিক ক্রিকেট অঙ্গন থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তবে দেশের ক্রিকেটে ম্যাচ পাতানোর অভিযোগে সোহেলিই প্রথম নন, এর আগে ম্যাচ পাতানোয় নিষিদ্ধ হওয়ার তালিকায় মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেনরাও আছেন।

২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় আইসিসির পাচঁ বছরের নিষেধাজ্ঞায় মুখে পড়েন তিনি। তাতে জাতির কাছে ক্ষমা চাওয়ার পরেও আগের জায়গায় ফিরতে পারেন নি তিনি। শেষ পর্যন্ত অকালেই খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচিংয়ে যুক্ত আছেন তিনি।

আশরাফুলের পরে আইসিসির কাছ থেকে নিষেধাজ্ঞা পান দেশের ক্রিকেটের পোস্টার বয় খ্যাত সাকিব আল হাসান। মূলত প্রস্তাব পেয়ে সেটা আইসিসির দুর্নীতি নিয়ে কাজ করা আকসুকে না জানানোয় অপরাধ ছিলো সাকিবের। তবে তদন্তে সবোর্চ্চ সহযোগিতা করায় ১ বছরের শাস্তির মুখোমুখি হন সাকিব।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি টি-টেন লিগের ২০২১ সালের আসরের নাসির হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনে আইসিসি। তারই জের ধরে গেল বছরের জানুয়ারিতে নাসিরকেই নিষিদ্ধ করেছে আইসিসি। চলতি বছরের ৭ এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটে নাসির ফিরতে পারবেন বলে জানিয়েছে আইসিসি।

এরপর আজ মঙ্গলবার সোহেলিকে নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। বাংলাদেশ নারী দলের সাবেক স্পিনার সোহেলিকে আইসিসির অ্যান্টি-করাপশন নীতিমালার ৫টি ধারা লঙ্ঘনের দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০২৩ সালের নারী বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাচের আগে বাংলাদেশ দলের কোনো এক ক্রিকেটারকে মুঠোফোনে ফিক্সিংয়ের বার্তা দিয়ে বড় অঙ্কের টাকার লোভ দেখান দলে জায়গা না পাওয়া সোহেলি। অভিযোগের তদন্ত শেষে ঘটনার সত্যতা পায় বিশ্ব ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা।

খেলার দুনিয়া | ফলো করুন :