বিপিএল দিয়ে কপাল খুলল আকিফের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নজরকাড়া পারফর্মেন্স করে কপাল খুলল পাকিস্তানি বোলার আকিফ জাভেদের। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন তিনি।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে মাঠে নামা আকিফ ১১ ম্যাচে উইকেট নিয়েছেন ২০টি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৮৯ রান করে। রাইডার্সের ম্যাচে মোড় ঘুরিয়ে দেওয়ার মুহূর্তে বোলিং করেছেন তিনি। আর তাতে দলে জায়গাও হয়ে গেল তার। মূলত পাকিস্তানি পেসার হারিস রউফ চোট পাওয়ায় তার বদলে মাঠে নামছেন আকিফ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে সাইড স্ট্রেইনের চোটে পড়েন হারিস।
পাকিস্তানি পেসার হারিসের চোটের কারণে কপাল খুলে গেছে জাভেদ আকিফের। প্রথমবারের মতো পাকিস্তানের জার্সি গায়ে মাঠে নামবেন তিনি। অবশ্য ২০১৯ সালে টেস্টে অভিষেক হয় তার। যদিও পারফরম্যান্স না থাকায় অখ্যাত থেকে যেতে তাকে। প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৫২টি, আর লিস্ট এতে ৩০ ম্যাচে উইকেট নিয়েছেন ৩৩টি। পিএসএলে ৩টি মৌসুমে খেলে নিয়েছেন মাত্র ১৮ উইকেট।
তবে এবার বিপিএলে বল হাতে বেশ হিসেবি থেকে দলের গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নেওয়ায় নির্বাচকদের নজর কাড়ের ২৫ বছর বয়সী আকিফ।