চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখালেন শান্ত
১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। এই আসরকে সামনে রেখে নিজেদের প্রস্তুতিকে ঝালিয়ে নিচ্ছে টাইগাররা। নিজেদের প্রস্তুতি নিয়ে গণমাধ্যমে কথাও বলেছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে নিজেদের শিরোপা জয়ীদের কাতারে রাখছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিয়ে আজ বুধবার মিরপুরে সংবাদ সম্মেলন করেন শান্ত। সেখানে তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।’এ সময় সাংবাদিকদের বাড়তি কোনো চাপ অনুভব করছেন কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমার কাছে বাড়তি চাপ মনে হয় না। ৮ দলই ডিজার্ভ করে চ্যাম্পিয়ন হওয়ার, কোয়ালিটি টিম। আমাদের দলের ওই সামর্থ্য আছে আমি বিশ্বাস করি। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। সবাই এটাই (চ্যাম্পিয়ন হতে) চায় মনেপ্রাণে, বিশ্বাস করে নিজেদের সামর্থ্য আছে।’
তিনি আরো বলেন,‘আমাদের রিজিকে আল্লাহ কী লিখে রেখেছেন জানি না। আমরা মেহনত করছি, সততার সঙ্গে কাজ করছি। প্রত্যেকে বিশ্বাস করি লক্ষ্যে পৌঁছাতে পারব। ভারতের পেসার বুমরাহর প্রসঙ্গ উঠলে তিনি বলেন,‘ বুমরাহ বা নির্দিষ্ট কাউকে নিয়ে চিন্তা করছি না, তাদের পুরো দলই ভালো। শুধু ভারত নয়, পাকিস্তান-নিউজিল্যান্ড তিনটি দলই বেশ ভারসাম্যপূর্ণ। তিনটি দলের সঙ্গেই কষ্ট করে খেলতে হবে আমাদের।’
আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা অভিযান শুরু করবে শান্তরা। পরবর্তী ম্যাচে নিউজিল্যান্ড আর স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আগামীকাল রাতে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তারা।