আসালাঙ্কার সেঞ্চুরিতে বড় জয় শ্রীলঙ্কার
শুরুটা ভালোভাবে করতে না পারলেও শেষ হাসিটা হেসেছে শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ সফরকারীদের ৪৯ রানের ব্যবধানে হারিয়েছে লঙ্কানরা।
কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ বুধবার আগে ব্যাট করতে নেমে শুরুতে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে স্বাগতিকরা। তাতেত মাত্র ৫৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে তারা। দলের ব্যাটিং লাইনের এমন দুর্দশা দেখে শতরান পেরোতে না পারার শঙ্কা যখন উকি দিচ্ছিল লঙ্কান শিবিরে, তখন ব্যাট হাতে জ্বলে উঠলেন লঙ্কান দলপতি চারিত আসালাঙ্কা। ম্যাচ সেরার পুরস্কারও উঠে তার হাতে।
আসালাঙ্কা শতরানের ইনিংসটি সাজান ১৪ বাউন্ডারি ও ৬টি ছক্কা দিয়ে। তাতে তার ইনিংসের ওপর ভর নির্ধারিত ৫০ ওভারে ২১৪ রানের পুঁজি নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। অজিদের হয়ে বল হাতে সিন অ্যাবট ৩টি আর স্পেন্সার জনসন, অ্যারন হার্ডি ও নাথান ইলিস নেন ২ টি করে উইকেট।
জবাবে ২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে গিয়ে মহীশ থিকশানার ঘূর্ণিতে কুপোকাত হয়ে পড়ে সফরকারীরা। প্রথম পাওয়ার প্লেতে ৪ উইকেট হারালে মাঠে নেমে মারনাস লাবুশেন ও অ্যালেক্স ক্যারি আশা দেখালেও বেশিক্ষণ থিতু হতে পারেন নি তিনি। ১৮তম ওভারে তিকশানা লাবুশেনকে এলবিডব্লিউ করে। এরপর বল হাতে পাতুম নিশাঙ্কার ক্যাচ বানিয়ে ক্যারিকেও সাজঘরে ফেরান আসালাঙ্কা। লোয়ার মিডল ও লোয়ার অর্ডারে নামা তিন ব্যাটার অ্যারন হার্ডি, শন অ্যাবট ও অ্যাডাম জাম্পা যথাসাধ্য চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৪৯ রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় অজিদের।
লঙ্কানদের হয়ে বল হাতে ৪ উইকেট নিয়েছেন থিকশানা।আর অসিতা ফার্নান্ডো ও ভেল্লালাগে নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা : ৪৬ ওভারে ২১৪/১০ (আসালঙ্কা ১২৭, ভেল্লালাগে ৩০, কুশল মেন্ডিস ১৯; অ্যাবট ৩/৬১, হার্ডি ২/১৩, এলিস ২/২৩, জনসন ২/৪৪)।
অস্ট্রেলিয়া: ৩৩.৫ ওভারে ১৬৫/১০ (ক্যারি ৪১, হার্ডি ৩২, জাম্পা ২০*, অ্যাবট ২০; তিকশানা ৪/৪০, অসিতা ২/২৩, ভেল্লালাগে ২/৩৩)।
ফল: শ্রীলঙ্কা ৪৯ রানে জয়ী।
ম্যাচসেরা: চারিত আসালাঙ্কা।
সিরিজ: ২ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।