ইয়াশার অভিযোগের জবাবে যা বলল চিটাগং কিংস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে চিটাগাং কিংসের হোস্ট ছিলেন কানাডিয়ান মডেল ইয়াশা সাগার। তবে বিপিএলের মাঝপথে চিটাগং কিংসের বিরুদ্ধে অভিযোগ এনে দেশ ছাড়েন তিনি। এবার সেই অভিযোগের জবাব দিয়েছে চিটাগাং কিংস।
কিংসের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে আজ বুধবার বিষয়টির ব্যাখা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন চিটাগাং কিংসের হোস্ট হিসেবে কাজ করা ইয়াশা সাগরের অপেশাদারী আচরণের জন্য আমরা হতাশ এবং এর প্রতিবাদ জানাচ্ছি। ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের কাছ থেকে কোনো পূর্বানুমতি বা অনুমোদন ছাড়াই বাংলাদেশ ছেড়েছেন ইয়াশা, যা তার সঙ্গে করা চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’
চুক্তির পুরো অর্থ না দেওয়া নিয়ে চিটাগং বলছে, ‘তার সঙ্গে করা চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে, চুক্তি লঙ্ঘনের ফলে জরিমানা বা তার চুক্তি স্থগিত করা হবে। আসরের মাঝামাঝি ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে যাওয়া, চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়া এবং ছাড়পত্র ছাড়াই অন্য কোনো ইভেন্টে জড়িত হওয়া তার পেশাদারিত্ব এবং চুক্তির শর্তাবলীর স্পষ্ট লঙ্ঘন।’
নিরাপত্তা ইস্যুতে চিটাগংয়ের দাবি, ‘ইয়াশা এখন দাবি করছেন যে, তিনি বাংলাদেশে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন, সত্যিই যদি এমনটি হয় তাহলে কেন তিনি এক মাসেরও বেশি সময় এখানে ছিলেন? কেন তিনি টুর্নামেন্ট সম্পর্কিত সকল কার্যক্রমে অংশগ্রহণ করেছিলেন? এটা স্পষ্ট যে তার হঠাৎ দেশ ছাড়ার কারণ নিরাপত্তা নিয়ে উদ্বেগ নয়। চিটাগং কিংসের সঙ্গে করা চুক্তি ভঙ্গ করে ভারতে লিজেন্ডস-৯০ টুর্নামেন্টে যোগ দেওয়া তার পূর্বপরিকল্পিত সিদ্ধান্ত ছিল। তার এই ইচ্ছাকৃত কাজটি ফ্র্যাঞ্চাইজির সুনামকেই ক্ষুণ্ন করে না বরং তার পেশাদার সততাকেও প্রশ্নবিদ্ধ করে।’
ইয়াশাকে কারণ জানাতে আইনি নোটিশ পাঠিয়েছিল চিটাগং কিংস। তবে সেই নোটিশের কোন জবাব না দিয়েই দেশ ছাড়েন তিনি।