ব্রিটজকের রেকর্ডের দিনে পাকিস্তানের জয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:০৬ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

নিজের ওয়ানডে ইতিহাসের প্রথম ইনিংসেই ভেঙ্গেছিলেন ৪৭ বছরের পুরনো রেকর্ড। তবে এতে থেমে থাকেননি দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটজকে। পরের ম্যাচেও বজায় রাখলেন রেকর্ডের ধারাবাহিকতা। গতকাল পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রথম দুই ইনিংসে ২০০ রানের বেশি করেছেন ব্রিটজকে।

করাচিতে গতকাল ত্রিদেশীয় সিরিজের অঘোষিত সেমিফাইনালে ৫ উইকেটে ৩৫২ রান করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান  মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগার ২৬০ রানের অবিশ্বাস্য জুটিতে ভর করে ম্যাচটি জিতে নিয়েছে। কিন্তু ব্রিটেজকে এদিনও খেলেছেন ৮৪ বলে ৮৩ রানের ইনিংস।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ম্যাচে ১৫০ রান করে রেকর্ড গড়েছিলেন তিনি। গতকালের ৮৩ রানে ভর করে প্রথম দুই ইনিংসে তার রান সংখ্যা ২৩৩। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেসমন্ড হেইনসকে টপকে গিয়েছেন ব্রিটজকে। ডেসমন্ডের প্রথম দুই ইনিংসে রান ছিল ১৯৫।

গতকালের দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের ম্যাচ দুই দলের জন্যই ছিল ফাইনালে যাওয়ার লড়াই। তবে শেষ হাসি হেসেছে স্বাগতিক পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৩৫৩ রানের পাহাড় সমান লক্ষ্য পাকিস্তান টপকে গেছে এক ওভার হাতে রেখেই। ৩৫০ এর অধিক রান তাড়া করে এটিই পাকিস্তানের ওয়ানডে ইতিহাসের প্রথম জয়।

খেলার দুনিয়া | ফলো করুন :